সন্দেশখালির কালীনগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন নস্করকে নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির পক্ষেই মত প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৌশিক গুপ্ত। বৃহস্পতিবার তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের এক প্রতিনিধি দল বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন মনোরঞ্জনবাবুকে দেখতে যায়। পরে ওই নিগ্রহের ঘটনার তদন্তে কৌশিকবাবুরা কালীনগর কলেজে গিয়ে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন। কৌশিকবাবু বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের থেকে রিপোর্ট পেয়ে তদন্তে এসেছি। ছাত্রেরা যাতে শিক্ষক-শিক্ষিকাদের মারধরে সাহস না পায় তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অভিযুক্তদের কঠোর শাস্তি হওয়া উচিত। শিক্ষক-শিক্ষিকাদেরও উচিত ছাত্রছাত্রীদের কাছে টেনে নিজেদের মর্যাদা আদায় করা।” গত শনিবার বিক্ষোভ দেখানোর সময়ে এসএফআইয়ের কর্মী-সমর্থকেরা মনোরঞ্জনবাবুকে মারধর করেন বলে অভিযোগ। অভিযুক্ত ২৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা বর্তমানে জেল-হাজতে রয়েছেন।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃত সুশান্ত মণ্ডলের (৪৪) বাড়ি বসিরহাটের নৈহাটিতে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন পেশায় দর্জি সুশান্তবাবু। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান তিনি মৃত। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান। দোতলার ছাদে কাপড় মিলতে গিয়েই অসতর্কতায় তিনি নীচে পড়ে যান। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
|
দু’সপ্তাহ পরেই হাবরায় পুরনির্বাচন। এর আগে পুরবোর্ডে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, দশ বছর ধরে হাবরা পুরসভার ১ নম্বর ওয়ার্ড নিজেদের দখলে রেখেছে কংগ্রেস। রাজ্যে পালাবদলের পরে এ বার ১ নম্বর ওয়ার্ডেও নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পুরভোটের প্রচার শুরু করেছে তৃণমূল। বুধবার এই ওয়ার্ড থেকেই দলের হয়ে প্রচার করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী ও তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক।
|
চোলাই মদ খেয়ে বাড়ি ফেরার পর থেকেই চোখে ঝাপসা দেখছিলেন তিনি। ওষুধ খেয়েও কোনও কাজ হয়নি। দু’দিনের মধ্যেই দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেন তিনি। বৃহস্পতিবার আলিপুর ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতে মগরাহাট-উস্তি চোলাই মদ কাণ্ডে সাক্ষ্য দিতে গিয়ে মন্দিরবাজারের বাসিন্দা কাশীনাথ ঘোষ এ কথা জানান। বিচারক বিজয়েশ ঘোষালের এজলাসে সরকারি আইনজীবী সর্বাণী রায়ের প্রশ্নের উত্তরে সাক্ষী আরও জানান, প্রথমে তাঁকে ডায়মন্ড হারবার। পরে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়। ওষুধ ও ইঞ্জেকশন দেওয়া হয়। ২০১১ সালের ১৩ ডিসেম্বরের ওই বিষমদ কাণ্ডে ২৭৩ জন মারা যান। অসুস্থ হন অনেকেই। ওপুলিশ খোঁড়া বাদশা ওরফে নুর ইসলাম ফকির, তার স্ত্রী সাকিলা বেগম ওরফে নুরজাহান-সহ সাত জনকে গ্রেফতার করে। অভিযুক্তদের এ দিন জেল-হাজত থেকে আদালতে আনা হয়।
|
বাজার থেকে মোটরবাইকে বাড়ি ফেরার পথে খুন হলেন বাসন্তীর আরএসপি নেতা মিন্টু ইসলাম (৪৫)। পুলিশ জানায়, বাসন্তীর দক্ষিণ রামচন্দ্রখালিতে বাড়ির কাছেই রাস্তায় বাইক থামিয়ে মিন্টুকে গুলি করে দুষ্কৃতীরা। পরে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। মিন্টু বাসন্তী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি ছিলেন। রাতে পুলিশ মৃতদেহ তুলতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে।
|
বৃক্ষরোপণ, শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ফুল-মিষ্টি বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহকুমায় পালিত হল শিক্ষক দিবস। বারাসতের এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে বসিরহাট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক এবং শিক্ষাবিদ সুভাষ কুণ্ডুকে সংবর্ধনা দেওয়া হয়। এ দিন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা বের করে। |