মুম্বই পুলিশের আইপিএল স্পট ফিক্সিং সংক্রান্ত চার্জশিটে তাঁর নাম থাকলেও নিজেকে নির্দোষ বলে দাবি করলেন আসাদ রউফ। এমনকী আইসিসি-র তদন্তের সামনেও দাঁড়াতে রাজি এই পাকিস্তানি আম্পায়ার, যাঁর বিরুদ্ধে উঠেছে অর্থের বিনিময়ে তথ্য পাচারের অভিযোগ। তাঁর নামে চার্জশিট হওয়ার পর রউফ এখন আইনজীবীর সঙ্গে আলোচনা করছেন।
রউফের স্পষ্ট বক্তব্য, তাঁর সঙ্গে কোনও বুকির সম্পর্ক নেই। পাকিস্তানের এক সংবাদপত্রে তিনি মন্তব্য করেন, “আলোচনা আর তথ্য পাচার কি এক জিনিস? কারও সঙ্গে কোনও বিষয়ে আলোচনা করা যেতেই পারে। কিন্তু তাকে নির্দিষ্ট তথ্য দেওয়া অন্য ব্যাপার। আইনজীবীর সঙ্গে এই ব্যাপারে কথা বলছি আমি। তার পর এই নিয়ে যা বলার বলব।” বিন্দু দারা সিংহকে তিনি চেনেন কি না, এই প্রশ্নের উত্তরে রউফ পাল্টা প্রশ্ন তোলেন, বন্ধু-বান্ধবদের ভুলের দায়িত্ব তাঁর ঘাড়ে কেন চাপানো হচ্ছে? বলেন, “আমার তো হাজারো বন্ধু আছে। কিন্তু এর মানে এই নয় যে, তারা কিছু করে থাকলে, আমাকেও সেই কাজের সঙ্গে জড়িত থাকতে হবে। আগে কিছু প্রমাণ হতে দিন। অর্থাৎ, আমি কারও কাছ থেকে সুবিধা, উপহার বা টাকাপয়সা নিয়েছি কি না, সে অভিযোগ তো আগে প্রমাণ করতে হবে।”
আইসিসি-র দুর্নীতি দমন বিভাগে হাজির হয়ে তাঁর নিরপরাধ হওয়ার যুক্তি দিতেও রাজি পাকিস্তানের এই আন্তর্জাতিক আম্পায়ার। বলেন, “আইসিসি-ও পুলিশের মতোই তদন্ত করে। ওরা আমাকে ডাকলে আমি আমার আইনজীবী মারফত নিশ্চয়ই জবাব দেব। আইসিসি-র কর্মী হিসেবে তা করতে আমি রাজি। পাঁচটা আইপিএলে করেছি। একটা সিদ্ধান্তও ভুল নিইনি।” |