সুনীল ছেত্রীদের বিরুদ্ধে বেঙ্গালুরুতে আই লিগের প্রথম ম্যাচ খেলতে নামার চব্বিশ ঘণ্টা আগে মোহনবাগানে ডামাডোল। কর্তারা ছেড়েই দিলেন গোয়া চলে যাওয়া অ্যান্টনি পেরিরাকে!
ডেম্পো থেকে আসা অ্যান্টনিই ছিলেন বাগানের স্বদেশি ফুটবলারদের মধ্যে সবথেকে দামি। আশি লাখ টাকায় চুক্তি ছিল তাঁর। কিন্তু বাবার অসুস্থতার কথা বলে গোয়া গিয়ে কেন এই মিডিও শেষ পর্যন্ত ফিরলেন না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মোহন সচিব অঞ্জন মিত্র বললেন, “ওর পারফরম্যান্স ভাল নয়। এত টাকা খরচ করে তাই ওকে রাখতে চাইনি আমরা।” ক্লাব সূত্রের খবর, অগ্রিমের সব টাকা ফেরত পাঠিয়ে দিয়েছেন অ্যান্টনি। শোনা যাচ্ছে, আই এম জি আর লিগে বা মুম্বইয়ের কোনও ক্লাবে যোগ দিতে পারেন বাগান ছেড়ে যাওয়া মিডিও। অথচ শনিবার দুপুরেই বেঙ্গালুরু থেকে ফোনে করিম বলছিলেন, “অ্যান্টনিকে আমার দরকার। ওর সঙ্গে ক্লাবের ঝামেলা মিটে যাবে।” কিন্তু তিনি জানতেই পারেননি তার আগেই অ্যান্টনিকে ছেড়ে দিয়েছেন কর্তারা।
আই লিগের প্রথম ম্যাচ খেলতে নামার আগে মোহন কোচ অবশ্য ভেবে পাচ্ছেন না কী করবেন। এক বার বলছেন, “আই লিগের ম্যাচ থেকেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে।” আবার পরক্ষণেই ফুটবলার না পাওয়া নিয়ে হা-হুতাশ। “ওডাফার মতো ফুটবলারের না থাকাটা বড় ক্ষতি। চোটের জন্য মণীশ ভার্গবকেও পাব না। অ্যান্টনি নেই। প্রথম একাদশ বাছতে তো সমস্যা হচ্ছেই।” |
কলকাতা লিগে পরপর দু’ম্যাচ ড্র করে মানসিক ভাবে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে করিমের দল। যদিও মরোক্কান কোচ দাবি করছেন, কলকাতা লিগের ফল নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই।
ফেডারেশনের ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে বেঙ্গালুরু এফ সি এ বার প্রথম আই লিগ খেলছে। কিন্তু এই দলের শন রুনি, রিনো অ্যান্টো, পবন কুমার-সহ ছ’জন করিমের প্রাক্তন ছাত্র। এ ছাড়া ভারতে সাত বছর কোচিং করানোর সুবাদে সুনীল, রবিন সিংহদেরও চেনেন। সব মিলিয়ে অ্যাশলে ওয়েস্টউডের দল সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রয়েছে তাঁর। তবু বেঙ্গালুরুর দলটির বিরুদ্ধে নামার আগে সতর্ক করিম। বললেন, “অনুশীলন ম্যাচে যে দল ভারতকে আটকে দিয়েছিল, তাদের তো সমীহ করতেই হয়।”
সুনীল ছেত্রী, শন রুনিদের আটকানোর জন্য কোনও স্ট্র্যাটেজি থাকছে করিমের? মোহন কোচ কিছু বলতে চাননি। টিম সূত্রের খবর, শনিবার যা অনুশীলন হয়েছে তাতে রক্ষণ সামলে তবেই আক্রমণে ঝাঁপাতে চাইছেন করিম। আসলে অ্যাওয়ে ম্যাচে প্রথমে এক পয়েন্ট নিশ্চিত করতে চান করিম।
ওডাফার চোটের জন্য মোহনবাগান খেলবে তিন বিদেশি নিয়ে। অ্যাওয়ে ম্যাচে এটা একটা বড় সমস্যা বলে মনে করছেন করিম। ওডাফার না থাকাকে অবশ্য নিজেদের প্লাস পয়েন্ট বলে মনে করছেন না অ্যাশলে ওয়েস্টউড। শনিবার বিকেলে অনুশীলনের পর তিনি বলে দিলেন, “মোহনবাগান খুব শক্তিশালী দল। প্রতি মুহূর্তে আমাদের সতর্ক থাকতে হবে।”
আই লিগে ফুটবলারদের ফোকাস ঠিক রাখতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন ওয়েস্টউড। বেঙ্গালুরু ড্রেসিংরুমে নোটিস টাঙিয়ে দিয়েছেন তিনি। কোনও ফুটবলার যদি এই নিয়ম ভেঙে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন, তবে প্রথম বার দশ হাজার টাকা জরিমানা দিতে হবে। তার পরেও একই ভুল করলে পঁচিশ হাজার, পঞ্চাশ হাজার করে টাকার অঙ্ক বাড়বে।
|