ওয়ান ডে সিরিজে হারের পর টি-টোয়েন্টিতে ফিরে এল যুবরাজ সিংহের দাপট। চিন্নাস্বামীতে পঞ্জাব-তনয়ের অলরাউন্ড পারফরম্যান্স আর রাহুল শর্মার পাঁচ উইকেটের জোরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ কে ৯৩ রানে উড়িয়ে দিল ভারত ‘এ’।
প্রথমে ব্যাট করো আর ম্যাচ মুঠোয় পুরে নাও। ওয়ান ডে সিরিজে এটাই ‘ক্যাচলাইন’ ছিল। টস জিতে যে টিমই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে হারতে হয়েছে ওয়ান ডে সিরিজে। চিন্নাস্বামীতে প্রথম ম্যাচে জিতলেও, শেষ দু’ম্যাচে হারে ভারত। সিরিজটাও হাতছাড়া হয় যুবরাজদের। রান তাড়া করতে নেমে প্রথমে ব্যাট করা টিমের টার্গেটের ধারে-কাছে ঘেঁষা কঠিন হয়ে উঠছিল। টস জিতেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে তাই এ দিন আর ভুল হয়নি যুবরাজদের। |
প্রথমে ব্যাট করে ভারত ‘এ’ ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২১৪ রানের বিরাট টার্গেট খাড়া করে। যুবরাজ (৩৫ বলে ৫২) ছাড়াও উন্মুক্ত চন্দ (৪৭) আর কেদার যাদব (৪২) রান পান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ১৬.২ ওভারে ১২১ রানে অলআউট। রাহুল শর্মা ৩.২ ওভারে ২৩ রানে পাঁচ আর অধিনায়ক যুবরাজ তুলে নেন ২৪ রানে দু’উইকেট। যার জেরে ম্লান হয়ে যায় হ্যাটট্রিক সহ চার উইকেট তুলে নেওয়া ক্যারিবিয়ান বোলার আন্দ্রে রাসেলের পারফরম্যান্সও (৪-৪৫)।
পরে রাহুল বলে দেন, “নরেন্দ্র হিরওয়ানির সঙ্গে লেগ স্পিন নিয়ে আলোচনাটা করেছিলাম। দারুণ কাজে লেগে গেল ওনার টিপস। অনিল কুম্বলের সঙ্গেও প্রচুর কথা বলেছিলাম। সেটাও কাজে এসেছে। ম্যাচটায় পাঁচ উইকেট পেয়েছি।’’ ওয়ান ডে সিরিজে হারের পর এই ম্যাচে নামায় কি আলাদা চাপ ছিল? রাহুল বলেন, “টি-টোয়ন্টিতে লড়াইটা এতটাই কাছাকাছি থাকে যে এর আগে কী হয়েছে সেটা নিয়ে ভাবার সুযোগ থাকে না। আমরা ম্যাচটা জিততে নেমেছিলাম। সেটাই করে দেখিয়েছি।” তাঁর ফর্মে ফেরার প্রসঙ্গ উঠলে রাহুল বলে দেন, “আমার বিশ্বাস এ ভাবে ভাল পারফর্ম করতে পারলে দেশের জন্যও ভাল খেলতে পারব।”
|