ঘরের ছেলে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে খেলতে নামার আগে দুটো প্রশ্ন সাড়া ফেলে দিয়েছে ক্রিকেট মহলে। এক, আবহাওয়ার কারণে আদৌ মহেন্দ্র সিংহ ধোনিদের ম্যাচ রবিবার হতে পারবে কি না? দুই, গুরুনাথ মইয়াপ্পন চার্জশিট পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে চেন্নাই সুপার কিংসের ভাগ্যাকাশে কি মেঘ দেখা দেবে?
ধোনির সিএসকে-র আকাশে মেঘ দেখা দেবে কি না, এটা এখনই বোঝা না গেলেও, রাঁচির আকাশ কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন। দুপুর আড়াইটে। ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার (জেএসসিএ) স্টেডিয়ামের একতলায় প্রেস কনফারেন্স রুমে আলোচনার বিষয় আবহাওয়া। ক্রিকেট নয়। প্রবল বৃষ্টিতে মাঠের বাইরে এক কোনায় একটি ছাউনির নীচে দাঁড়িয়ে থমথমে মুখে জটলা করছেন সংস্থার কর্তারা। পিচ দেখতে এসেও কালো মেঘের গর্জন আর বৃষ্টির মধ্যে পড়ে দৌড়ে ড্রেসিং রুমের দিকে ছুটলেন ব্রায়ান লারা। ত্রিনিদাদ টোব্যাগোর মেন্টর। ত্রিনিদাদ রবিবার প্রথম ম্যাচে নামছে ব্রিসবেনের বিরুদ্ধে। |
গত সোমবারই মহেন্দ্র সিংহ ধোনি তাঁর দলকে নিয়ে রাঁচি চলে এসেছেন। কখনও তিনি শহরের রাস্তায় বাইক চালিয়ে ঘুরেছেন। কখনও স্থানীয় অনুষ্ঠানে গিয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি জানিয়েওছিলেন অনেক দিন পরে রাঁচিতে ফিরে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন। শনিবার দুপুরে বাড়ি থেকে নিজেই ‘হামার’ গাড়ি চালিয়ে স্টেডিয়ামে এসেছিলেন অনুশীলন করতে। সব মিলিয়ে রবিবার বেশ একটা জমজমাট ব্যাপার হবে বলেই ধরে নিয়েছিলেন উদ্যোক্তারা। কিন্তু আকাশের থমথমে মুখ সব কিছুর উপর প্রশ্নচিহ্ন ফেলে দিয়েছে। পূর্বাভাস অবশ্য বলছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ওড়িশা আর ছত্তীশগঢ়ের দিকে ঘুরতে শুরু করেছে।
আবহাওয়া না দেখে নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করতে চান না সিএসকে কোচ স্টিভন ফ্লেমিংও। তাঁর কথায়, “আমরা নিজেরাও ঠিক করিনি কী ভাবে খেলব। আবহাওয়ার এমনই অবস্থা। যা ঠিক হবে রবিবার।”
এটা যদি প্রথম ছবি হয়, তবে দ্বিতীয় ছবিটা আরও হতাশাজনক। |
প্রথম বার রাঁচিতে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে। রবিবার প্রথম দিনেই মাঠে নামবে ধোনির সিএসকে। তা সত্ত্বেও চব্বিশ ঘণ্টা আগে স্টেডিয়ামের বাইরে ঘুরে ক্রিকেট নিয়ে সাধারণ মানুষের উৎসাহের ছিটেফোঁটাও চোখে পড়ল না। টিকিট বিক্রির সংখ্যা যে আশানুরূপ নয় মিডিয়া ম্যানেজার মনোজ কুমার তা নিজেই স্বীকার করে নিয়েছেন। এ পর্যন্ত যা খবর তাতে দশ হাজারের কিছু বেশি টিকিট বিক্রি হয়েছে। আর হাজার দশেক কমপ্লিমেন্টারি বিতরণ হয়েছে। যেখানে স্টেডিয়ামের আসন সংখ্যা চল্লিশ হাজার।
সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ঘটার আগে রাঁচি জমজমাট, বলা যাচ্ছে না।
|