বলাগড়ের সবুজদ্বীপকে নতুন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। শুক্রবার সিঙ্গুর ব্লক অফিসে হুগলি জেলার উন্নয়ন সংক্রান্ত প্রশাসনির বৈঠকের পরে কামারকুণ্ডুর জনসভায় যে একগুচ্ছ প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তার মধ্যেই ছিল সবুজদ্বীপের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, “সবুজদ্বীপে ইকো-ট্যুরিজম হবে। ছোট কটেজ গড়া হবে। কলকাতার কাছে বেড়ানোর জায়গা হিসেবে গড়ে উঠবে সবুজদ্বীপ।”
বেশ কিছু দিন ধরেই বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার হুগলির বৈঠকে সার্বিক ভাবে ১০০ দিনের কাজ, সড়ক পরিবহণ, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল এবং কৃষি ক্ষেত্রে উন্নয়নের উপরে জোর দেন মুখ্যমন্ত্রী। কাজের অগ্রগতি নিয়ে উষ্মা প্রকাশ করে কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্নাকে জেলায় ১০০ দিনের কাজ প্রকল্পে গতি আনার দায়িত্ব দেন। |
তাঁত শিল্পে সমৃদ্ধ বেগমপুর, ধনেখালি, রাজবলহাটের কথা তুলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, এখানকার তাঁতিদের নিয়ে ক্লাস্টার গড়ার নির্দিষ্ট পরিকল্পনা হয়েছে। তাঁতবস্ত্র বাজারজাত করার যে সমস্যা রয়েছে, তা মিটিয়ে ফেলা হবে। অবশ্য এই জেলার চাষকে তিনি ভুলে যাননি। মমতা বলেন, “সব্জি সংরক্ষণের জন্য এখানে হিমঘর হবে। পেঁয়াজ চাষ ও তার সংরক্ষণের ব্যাপারে চাষিদের শেখানো হবে।”
মুখ্যমন্ত্রী বলেন, “পরিবহণ সমস্যা মোকাবিলায় আটটি নতুন রুট চালু করা হচ্ছে জেলায়। নতুন রাস্তাও হচ্ছে।” এ দিন কয়েকটি উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে, শ্রীরামপুরে জেলা প্রেস ক্লাব, শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ইউএসজি যন্ত্র ইত্যাদি। সভামঞ্চ থেকে বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের জন্য সহায়ক যন্ত্র, গরিব মানুষদের পাট্টা-সহ নানা পরিষেবাও প্রদান করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “এই সিঙ্গুর আমার বড় আন্দোলনের পথ। তবে, একটা সিঙ্গুর, একটা নন্দীগ্রাম, একটা নেতাই বা একটা ২১ জুলাই দিয়েই ক্ষমতায় আসিনি। ধারাবাহিক আন্দোলন করেছি।”
সিঙ্গুরের জমি-আন্দোলনে ‘শহিদ’ রাজকুমার ভুলের নামে কামারকুণ্ডু ট্রেকার স্ট্যান্ড থেকে নতুন সেতু পর্যন্ত ৩.৫ কিলোমিটার রাস্তা এবং তাপসী মালিকের নামে বাজেমিলিয়ার শিবতলা থেকে মধ্যপাড়া পর্যন্ত রাস্তার নামকরণ করেন মমতা। |
নজরকাড়া |
• তাঁতিদের নিয়ে ক্লাস্টার গড়ার পরিকল্পনা।
• সব্জি সংরক্ষণের হিমঘর।
• আটটি নতুন বাস রুটের ভাবনা। হবে নতুন রাস্তা। |
|