সাজেশনের সঙ্গে মিল, প্রশ্ন ফাঁসের অভিযোগ |
‘সাজেশন’-এর সঙ্গে পরীক্ষার ১০টি প্রশ্ন মিলেছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ামককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার দুপুরে গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের দর্শনের (সাধারণ) ষষ্ঠ পত্রের পরীক্ষার সময়ে ওই ঘটনা ঘটে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের তরফে তদন্তের আশ্বাস দিলে ঘেরাও ওঠে। এ দিনই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অস্থায়ী দায়িত্ব পেয়েছেন রেজিস্ট্রার শ্যামসুন্দর বৈরাগ্য। ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, “সাজেশন কিছু ক্ষেত্রে মিলতে পারে। তবে অভিযোগ ওঠায় তদন্তের নির্দেশ দেওয়া হয়।” বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক সনাতন দাস বলেন, “পরীক্ষা নিয়ামক বিভাগ থেকে কোনও প্রশ্ন বের হয়নি। তদন্তে যদি দেখা যায় প্রশ্ন যাঁরা করেছেন, তাঁদের কারও ভূমিকা সন্দেহজনক তা হলে ব্যবস্থা নেওয়া হবে। এদিন ওই বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হয়। প্রশ্নপত্রে ১৫টি প্রশ্ন ছিল। তার মধ্যে প্রশ্ন সাজেশন’-এর সঙ্গে হুবহু মিলেছে। এর পরেই প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে আন্দোলনে নামেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসেনজিত দাস ও তাঁর অনুগামীরা। তাঁদের অভিযোগ, এসএফআই ওই ‘সাজেশন’ বিলি করেছে। এসএফআই জেলা সম্পাদক অভিজিত দের দাবি, তাঁরা ‘সাজেশন’ বার করেননি। তিনি বলেন, “আমরা সাজেশন বের করিনি। এটা ষড়যন্ত্র। টিএমসিপি আমাদের মেরে তাড়িয়ে দিয়েছে। তবে কী ভাবে আমরা সাজেশন বিলি করব।” |
শহর জুড়ে মিছিল, পথসভা আর রোড-শো, শেষ দিনের পুরভোট প্রচার তুঙ্গে উঠল বালুরঘাটে। বৃহস্পতিবার সকাল থেকে একদিকে পাড়ায় পাড়ায় প্রচার ও পথসভা করে তৃণমূল প্রার্থীদের সমর্থনে পরিবর্তনের পরে, বালুরঘাটে উন্নয়নের যে প্রকল্প নেওয়া হয়েছে তার ফিরিস্তি তুলে ধরেন গৌতমবাবু। অন্য দিকে, আরএসপির এবং সিপিএম জোটের মহামিছিল ও প্রচার চলছে শহর জুড়ে। কংগ্রেসের তরফেও রোডশো হয়। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র, জেলা সভাপতি নীলাঞ্জন রায় রোড-শো করেছেন। এদিন সকাল থেকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শহরের ২৫টি ওয়ার্ডেই প্রচার করেন। |
এক মহিলা কাদায় মুখ গুঁজে খুনের অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। বৃহস্পতিবার সকালে গোবিন্দপুর সেতু লাগোয়া এলাকায় মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম ফুলমণি মার্ডি (৪৫)। কুমারগঞ্জ থানার ওসি গণেশ শর্মা জানিয়েছেন, “শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।” মহিলার ৪ ছেলের মধ্যে তিন জন ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন বলে পুলিশ জানিয়েছে। এক ছেলেকে নিয়ে তিনি কুমারগঞ্জের বিলপাড়া কাঁটাকোলে থাকতেন। দিন মজুর ওই মহিলা মাদকাসক্ত ছিলেন বলে পুলিশ দাবি করেছে। |
স্থায়ীকরণের দাবিতে কোচবিহার সদর মহকুমা শাসক দফতরের সামনে বিক্ষোভ দেখাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন নবপর্যায়। বৃহস্পতিবার সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সমীর মজুমদার বলেন, “শুধু কোচবিহারে বিভিন্ন দফতরে আড়াই হাজারের বেশি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন হবে।” |