বুধবার রাতে ছাত্র সংসদ অফিসে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার মালদহের চাঁচল কলেজের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। মেয়াদ ফুরোনোর পরেও, ছাত্র সংসদ অফিস খোলা রাখার ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার থেকেই কলেজের ছাত্র সংগঠনগুলির মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়িয়েছিল। ছাত্র পরিষদের দখলে থাকা ওই ছাত্র সংসদের অফিসে বুধবারই তালা লাগিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ। রাতে সংসদের অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। |
এসএফআই-এর বিক্ষোভ। বৃহস্পতিবার বাপি মজুমদারের তোলা ছবি। |
ছাত্র পরিষদ এবং এসএফআইয়ের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরাই সংসদ অফিসে ভাঙচুর চালিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের পাল্টা অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ সংসদ অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার কারণেই ছাত্র পরিষদ ওই ঘটনা ঘটিয়েছে। তার জেরে বৃহস্পতিবার সকাল থেকে তিন সংগঠনের তরফেই ভাঙচুরের অভিযোগ-পাল্টা অভিযোগ করে বিক্ষোভ দেখানো হয়েছে। এদিন কলেজের পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে পুলিশকে খবর দিতে হয় কতৃর্পক্ষকে। এ দিকে, কলেজে দ্বিতীয় বর্ষের পাস কোর্সের পরীক্ষা চলতে থাকায়, গত দু’দিনই পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়েছে বলে অভিযোগ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছুটিতে রয়েছেন। দু’দিন ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন শিক্ষক নুরুল ইসলাম। তিনি বলেন, “বুধবার তৃণমূলের বিক্ষোভের পর সংসদের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আমি রাত ৭ টায় কলেজ ছেড়ে যাই। তারপর কী হয়েছে জানি না। এভাবে আন্দোলনের জেরে পরীক্ষার্থীরা যে সমস্যায় পড়েছে সে কথা সকলকেই বলেছি।”
তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, সংসদের মেয়াদ ফুরনোর পরও ছাত্র পরিষদের কর্মীরা কলেজের নানা কাজে প্রভাব খাটানোর চেষ্টা করছে। যদিও ছাত্র সংসদের বিদায়ী সাধারণ সম্পাদক ছাত্র পরিষদ নেতা সুমিত সরকারের অভিযোগ, “তৃণমূল ছাত্র পরিষদ কলেজে এসে প্রভাব খাটানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছে। ওরাই সংসদে ঢুকে ভাঙচুর করেছে। পুলিশে অভিযোগ জানানো হবে। ওরাই কলেজে ঢুকে গন্ডগোল বাধাতে চাইছে। আমরা ভাঙচুরের প্রতিবাদ করেছি।” তৃণমূল ছাত্র পরিষদ চাঁচল ব্লক কমিটির সভাপতি রাইহানুল ইসলামের পাল্টা অভিযোগ, “ছাত্র পরিষদ নিজেরা ভাঙচুর চালিয়ে মিথ্যা অভিযোগ করছে। ঘটনায় আমাদের সংগঠনের কেউ জড়িত থাকলে তাকে শাস্তি দেওয়া হবে। কলেজে পরীক্ষা চলছে। শান্তিপূর্ণ আন্দোলন করেছি।” অন্য দিকে, এসএফআইয়ের চাঁচল লোকাল কমিটির সম্পাদক সানাউল্লা খান বলেন, “কলেজে ঢুকিনি। বাইরে থেকে প্রতিবাদ করেছি।”
দুর্গাপুজোর পরেই কলেজে ছাত্র সংসদের নির্বাচন বতে পারে বলে কতৃর্পক্ষ সূত্রে জানা গিয়েছে। |