|
|
|
|
মিছিলের অনুমতি পেল না কেপিপি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পৃথক রাজ্য ও ভাষার দাবিতে উত্তরবঙ্গ জুড়ে ‘সাইকেল মিছিল’-এর অনুমতি পেল না কামতাপুর পিপলস্ পার্টি। বৃহস্পতিবার ডিভিশনাল কমিশনার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন প্রশাসনিক কারণে অনুমতি দেওয়া যাবে না। তা জানার পরে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি অতুল রায়। তিনি বলেন, “আমাদের আন্দোলনকে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আমরা মানবাধিকার কমিশনে জানাব।” তাঁদের অভিযোগ, “এই অনুমতি না দিয়ে সরকার আদালত নির্দেশ অমান্য করেছেন। আমরা আদালত অবমাননার মামলা করব।” কামতাপুর পিপলস্ পার্টির তরফে আলাদা রাজ্যের দাবিতে ২১-২৮ সেপ্টেম্বর মালদা থেকে কুমারগ্রাম পর্যন্ত সাইকেল মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অনুমতির জন্য ১৬ সেপ্টেম্বর চিঠি দেওয়া হয় ডিভিশনাল কমিশনারকে। অভিযোগ, “কোন কারণ না দেখিয়ে র্যালি বাতিল করা হয়েছে।” ডিভিশনাল কমিশনার রামদাস মিনা বলেছেন, “প্রশাসনকে অনেক কিছু ভেবে পদক্ষেপ করতে হয়। ওই সময় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পুর নির্বাচন রয়েছে।”
সংগঠনের অতুল রায় বলেন, “২০০৩ সালে আদালতের দেওয়া নির্দেশ অনুযায়ী কেপিপির সভা মিছিল বাতিল করা হলে, তার সঠিক কারণ দেখাতে হবে। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয় নি। কার্যত আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে।” তাঁর অভিযোগ, “উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করছেন।” এই অভিযোগ মানতে নারাজ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তিনি বলেন, “আন্দোলনের নামে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে আপস করবে না আমাদের সরকার। এই রকম পরিস্থিতি তৈরি হলে রাজনৈতিক ও প্রশাসনিক ভাবে এর মোকাবিলা করব। পাহাড় বা সমতল যেখানেই এই আন্দোলন হোক আমরা তাঁর প্রতিবাদ করব।” |
|
|
|
|
|