|
|
|
|
পথ সারাতে ৮৯ কোটি দিচ্ছে কেন্দ্র |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
৩১ ডি জাতীয় সড়কে ৬৯ কিমি রাস্তা সংস্কারের জন্য ৮৯ কোটি টাকা বরাদ্দ মঞ্জুর করল কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রক। জাতীয় সড়কের শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি থেকে ধূপগুড়ি এলাকায় সংস্কারের জন্য ওই বরাদ্দের মঞ্জুরি মিলেছে। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রকের কর্তাদের সঙ্গে রাজ্য সরকারের পূর্ত দফতরের জাতীয় সড়ক বিভাগের আধিকারিকদের বৈঠক হয়। ৩১ ডি জাতীয় সড়ক সংস্কার নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত পূর্ত দফতরের জাতীয় সড়ক বিভাগের উত্তরবঙ্গের নির্বাহী বাস্তুকার নির্মল মণ্ডল বলেন, “এদিনের বৈঠকে ৮৯ কোটি টাকার মঞ্জুরি মিলেছে। দ্রুত বরাদ্দ দফতরের হাতে চলে আসবে বলে জানানো হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ করে শীঘ্র কাজ শুরু হবে।”
এ বছরের জুলাই মাসে ৩১ ডি জাতীয় সড়কে ওই অংশ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব রাজ্য সরকারের পূর্ত দফতরকে ন্যস্ত করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। খানাখন্দে ভরা জাতীয় সড়কে বর্ষার মরসুমে যাতে যান চলাচল বিপর্যস্ত না হয়ে পড়ে তার ব্যবস্থা করতে তড়িঘড়ি ৫ কোটি টাকা বরাদ্দ করে সংস্কার কাজ শুরু করা হয় বলে পূর্ত দফতর জানায়। যদিও সে কাজ নিয়েও ঢিলেমির অভিযোগ উঠেছে। পাশাপাশি, জাতীয় সড়কের দায়ভার রাজ্য সরকারকে দিলেও প্রস্তাবিত ১০৬ কোটি টাকা রাজ্যের হাতে দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ ওঠে। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “১০৫ কোটি টাকা দেবে বলে কেন্দ্র জানিয়েছিল। তার মধ্যে মাত্র ৮৯ কোটি টাকা বরাদ্দ করা হল। যাই হোক এই বরাদ্দ আনতে নিয়মিত কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রকের সচিবদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়েছে। বরাদ্দের জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করাতেই ওই টাকা পাওয়া গেল।” প্রদেশ কংগ্রেসের নেতা তথা আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায় বলেন, “কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই। উত্তরবঙ্গবাসীদের কথা মাথায় রেখে এটা বড় পদক্ষেপ। তবে ওই জাতীয় সড়কে মহাসড়ক তৈরির কাজ করা বেহাল সমস্যার স্থায়ী সমাধান।” |
|
|
|
|
|