টুকরো খবর
প্ররোচনায় দম্পতিকে ধরার দাবি
তরুণী বধূ আত্মহত্যার ঘটনায় এবার পুলিশ কমিশনারকে তদন্তে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি শিলিগুড়ি শাখা সদস্যরা। বৃহস্পতিবার মাল্লাগুড়িতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে গিয়ে কমিশনার কারলিয়াপ্পন জয়রামনের সঙ্গে দেখা করেন তাঁরা। পুলিশ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে না অভিযোগ করেন সংগঠনের সম্পাদক অভিরঞ্জন ভাদুড়ি। মৃতা বধূর মা নিজে সংগঠনের কাছে গিয়ে তাঁদের সাহায্য চান বলে জানিয়েছেন তিনি। অভিবাবু বলেন, “আমরা কমিশনারের কাছে অভিযুক্ত সোমেশ ও অন্য অভিযুক্তের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছি।’’ পুলিশ কমিশনারও তদন্ত ঠিক পথেই চলছে বলে আশ্বাস দেন। তিনি বলেন, “শীঘ্র অভিযুক্তকে আমরা গ্রেফতার করতে পারব।” ৩১ সেপ্টেম্বর দেশবন্ধুপাড়ায় বাপের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক তরুণী গৃহবধূর দেহ। পরে তাঁর ঘর থেকে একটি ১৩ পাতার সুইসাইড নোট উদ্ধার হয়। তাতে যে আর্ট স্কুলে তিনি কাজ করতেন সেই স্কুলের কর্ণধার সোমেশ ঘোষের নামে আত্মহত্যা প্ররোচনা, নির্যাতনের অভিযোগ করেন সোমেশের বাবা, স্ত্রী সহ আরও কয়েকজনের দিকে। সুইসাইড নোটের ভিত্তিতে ধরা হয় অভিযুক্তে বাবা তুষারকান্তি ঘোষকে। সোমেশ ও তাঁর স্ত্রী পলাতক।

তরাইয়ে পেঁয়াজ চাষ করাচ্ছে কৃষি দফতর
অগ্নি মূল্যের বাজার দেখে এ বার তরাইয়ে পেঁয়াজের চাষ করতে উদ্যোগী কৃষি দফতর। পুজোর কয়েক দিন পর থেকে চাষের জন্য জমি প্রস্তুতির কাজ শুরু হবে। পাশাপাশি পরীক্ষামূলক ভাবে চাষ করা হবে ক্যাপসিকাম, স্ট্রবেরি ও ব্রকোলি। কৃষি কর্তারা বেঙ্গালুরু থেকে স্ট্রবেরি চারা সংগ্রহের ব্যবস্থা পাকা করেছেন। কৃষি কর্তাদের দাবি, পরীক্ষা সফল হলে উত্তরবঙ্গের কৃষি উপাদন ব্যবস্থায় পরিবর্তন আসবে। আগামী বছর থেকে পুরোদমে বাজারমুখী উপাদন শুরু হবে। শিলিগুড়ি মহকুমা কৃষি আধিকারিক তুষারকান্তি ভূষণ বলেন, “বাজারমুখী চাষের কথা চিন্তা করে ওই উদ্যোগ বাজারে যে সমস্ত সবজির চাহিদা বাড়ছে, সেগুলি পরীক্ষামূলক ভাবে চাষ করানোর চেষ্টা চলছে। সফল হলে উত্তরবঙ্গের কৃষিতে নতুন দিগন্ত খুলে যাবে।” পেঁয়াজ চাষের জন্য প্রাথমিক ভাবে ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি ব্লকের ২০ বিঘা জমি বেছে নেওয়া হয়েছে। স্ট্রবেরির জন্য ১ বিঘা, ক্যাপসিকামের জন্য ৩ বিঘা এবং ব্রকোলির জন্য ৪ বিঘা জমি চিহ্নিত করা হয়েছে। চাষ করানো হবে নানা ফার্মার্স ক্লাবের মাধ্যমে। বৃহস্পতিবার থেকে সংস্থা সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। রাজ্যে অন্য এলাকার সঙ্গে শিলিগুড়ির খুনিয়া পোখরি, অধিকারীজোত, নিকরগজ, গাজিজোত এবং ফাঁসিদেওয়া ব্লকের টামবাড়ি, কোদালি পাড়া, রাজভিটায় পরীক্ষামূলক পেঁয়াজ চাষ হবে বলে জানান ফাঁসিদেওয়া ও খরিবাড়ি ব্লক কৃষি আধিকারিক মেহফুজ আহমেদ।

আলোচনায় বাম কর্মসূচি
পাহাড়ে সংগঠন মজবুত করতে উদ্যোগী সিপিএম। বৃহস্পতিবার কার্শিয়াং-এ দলীয় সদস্যদের নিয়ে জোনাল কমিটির বৈঠক করেন সিপিএমের জেলা কার্যনির্বাহী সম্পাদক জীবেশ সরকার। তিনি বলেন, “পাহাড়ে নতুন উদ্যমে কাজ করতে চলেছি আমরা। এ দিন জোনাল কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।” পাহাড়ে বিভিন্ন জায়গায় সভা-সম্মেলন করার পরিকল্পনা নিয়েছেন তাঁরা। বিভিন্ন সংগঠনগুলি আলাদা ভাবে পাহাড়ের উন্নয়নের জন্য আলাদা ভাবে কমর্সূচি নেওয়া হয়েছে। জীবেশবাবু জানান, পুজোর পর থেকে পাহাড়ে লাগাতার কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি বলেন, “পাহাড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে যে ভাবে দমনপীড়ন শুরু করেছেন রাজ্য সরকার তা ঠিক নয়। এভাবে গ্রেফতার করায় পরিস্থিতি জটিল হয়েছে।” ২৮ সেপ্টেম্বর মহিলা সংগঠনের জোনাল সম্মেলন হতে চলেছে সোনাদায়। সেখানে চা বাগানের শ্রমিক সমস্যা নিয়ে আলোচনা হবে। রতনলাল ব্রাহ্মণস্মারক বক্তৃতার অনুষ্ঠান হবে পাহাড়েও। এই সমস্ত কর্মসূচি ছাড়া বর্তমান পরিস্থিতির পরিবর্তনে সর্বদল সভা করার দাবি জানান তাঁরা।

কালাদিবস পালন
দমদমের ক্রাইস্ট চার্চ স্কুলের ঘটনার প্রতিবাদে রাজ্যে মিশনারি স্কুলগুলি যে বন্ধ পালন করে তাতে সামিল হল শিলিগুড়ির ১৮ টি স্কুল এবং ২ টি কলেজও। দমদমের ওই স্কুলে শিক্ষিকাদের হেনস্থা, অধ্যক্ষাকে ধরার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে কালাদিবস পালন করে মিশনারি স্কুলগুলি। এ দিন মহকুমাশাসককে স্মারকলিপি দেন শিলিগুড়ির বিভিন্ন স্কুলের অধ্যক্ষরা। তাঁদের অভিযোগ, বিভিন্ন সংগঠন তাদের হেনস্থা করার চেষ্টা করে। নানা মিথ্যে অভিযোগ তোলে। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা। অন্যদিকে শহরে বিভিন্ন সময় নানা রাজনৈতিক দলের ডাকা বন্ধে পড়াশোনা ব্যহত হয় স্কুলগুলির। ছা্ত্রছাত্রীদের অসুবিধেয় পড়তে হয়। তাদের তরফে বি টি যশ বলেন, “বন্ধের আওতা থেকে স্কুলগুলিকে বাদ রাখার আবেদন জানিয়েছি।

পড়ে আছে জেনারেটর
আড়াই লক্ষ টাকা ব্যয়ে জেনারেটার কেনা হলেও ৬ বছর ধরে সেটি অব্যবহৃত অবস্থায় পড়ে। জার্মানির এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে উদ্যোগে আলিপুর দুয়ার ২ ব্লকে শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য জেনারেটার কিনেছিল জেলা স্বাস্থ্য দফতর। রাখার জন্য একটি ঘরও নির্মাণ করা হয় সে সময়। অভিযোগ, সে সময় থেকেই জেনারেটারটি পড়ে রয়েছে। জেনারেটার ঘরের তালা খোলা হয়নি বলেও অভিযোগ। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সরকারি ভাবে তেল এবং চালানোর কর্মীর অনুমোদন না মেলাতেই জেনারেটর ব্যবহার হয়নি। লোডশেডিং হলে গোটা হাসপাতাল অন্ধকারে ডুবে যায়। জরুরি বিভাগের জন্য একটি স্বল্প ক্ষমতা সম্পন্ন ইনভার্টারের ব্যবস্থা থাকলেও তা দিয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা হয় না। কাহিল হতে হয় প্রসূতি থেকে সাধারণ রোগীদের।

দশ দিন ধরে স্কুলে মিড ডে মিল বন্ধ
চাল না মেলায় দশ দিন ধরে তুফানগঞ্জ মহকুমার মারুগঞ্জ হাইস্কুলে মিড ডে মিল বন্ধ। স্কুল সূত্রে জানানো হয়েছে, মাসের প্রথম সপ্তাহে বরাদ্দ চেয়ে তুফানগঞ্জের সহকারী বিদ্যালয় পরিদর্শকের কাছে চিঠি দেওয়া হয়। তারপরেও চাল মেলেনি। ফলে, দ্বিতীয় সপ্তাহ থেকে স্কুলে মিড ডে মিল রান্না বন্ধ হয়ে বলে কর্তৃপক্ষ দাবি করেন। স্কুলে রান্না বন্ধ হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকেরা। তাঁদের অভিযোগ হাজারের বেশি পড়ুয়া মিড ডে মিল থেকে বঞ্চিত। বিডিও রাজু লামা বলেন, “চালের চাহিদা রিপোর্টের কপি পাঠালে সমস্যা মেটাতে চেষ্টা করা হবে।”

স্কুলের গেটে তালা
৫ শিক্ষকশিক্ষিকা থাকলেও তাঁরা স্কুলে আসেন না। তাতেই পড়াশোনার মান ঠেকেছে তলানিতে। এই অভিযোগে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভে দেখালেন বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকের চেপানি-২ বিএফপি স্কুলে ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবর বিদ্যালয় পরিদর্শক নীরব দিনের পর দিন শিক্ষক শিক্ষিকারা স্কুলে না এসে বেতন তুলছেন। ঠিকমতো মিড ডে মিল দেওয়া হচ্ছে না। স্কুলের রান্না ঘর তৈরি নিয়ে টালবাহানা চলছে। সমস্যা মেটাতে লিখিত আশ্বাস না পাওয়া গেলে তালা খোলা হবে না। স্কুলের প্রধান শিক্ষকা প্রমীলা পণ্ডিত বলেন, “অভিযোগ সঠিক নয়। আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে।”

স্মারকলিপি
একশো দিনের প্রকল্পে বেশি করে গ্রামবাসী সামিল-সহ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লক কর্তাকে স্মারকলিপি দিল ডিওয়াইএফ। ডিওয়াইএফের জলপাইগুড়ি সদর জোনাল কমিটির সভাপতি দীপশুভ্র সান্যাল বলেন, “দ্রুত দাবি পূরণ না করা হলে বিডিও অফিস ঘেরাও করে আন্দোলন করা হবে।” বিডিও শ্রদ্ধা সুব্বা বলেন, “পুজোর আগেই বিধবা এবং বার্ধক্য ভাতা বিলির কাজ শুরু করা হবে। ছাত্রছাত্রীদের শংসাপত্র পেতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য নজরদারি করা হয়।”

ভ্যানে মদ আটক
অবৈধ মদ বোঝাই পিকআপ ভ্যান আটক করল পুলিশ। বৃহস্পতিবার সেবকের মংপং ফাঁড়ির চেকপোস্টে পিকআপ ভ্যানটিকে আটক করা হয়। গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে। পিকআপটি সিকিম রাজ্যের এবং গাড়িটিতে ২৮ কার্টুন বিয়ার ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়।

পরিষদের উদ্যোগ
মাওবাদীর গুলিতে হত সিআরপিএফ জওয়ান মহাদেব মিঞ্জের প্রথম মৃত্যু বার্ষিকীতে তাঁর পূর্ণাবয়ব মূর্তি বসাতে উদ্যোগী আদিবাসী বিকাশ পরিষদ। বৃহস্পতিবার নাগরাকাটার নন্দু মোড়ে সেই মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। পুজোর পর মূর্তি বসানো হবে বলে জানান আদিবাসী বিকাশ পরিষদের ডুয়ার্স কমিটি সম্পাদক রাজেশ লাকড়া।

অনশন
সপ্তাহিক বেতনসহ নানা দাবিতে চা বাগানে অনশনে বসলেন আদিবাসী বিকাশ পরিষদ সমর্থকরা। বৃহস্পতিবার কালচিনির আটিয়াবাড়ি বাগান এলাকায় অনশন শুরু করেন ৪ জন। বিডিও চন্দ্রসেন খাতি বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.