পুজোর আর বেশি দিন নেই। তাই দুর্গাপুজার নির্ঘণ্ট তৈরি করতে বুধবার মানবাজার এলাকার সব মন্দির কমিটিগুলি পুরোহিতদের নিয়ে বৈঠকে বসে। গড় পাথরমহড়া রাজবাড়ির তরফে দেবাশিস নারায়ণদেব জানান, দেবীর এ বার দোলায় আগমন। পঞ্জিকা দেখে সন্ধিপুজোর নির্ঘণ্ট থেকে বিভিন্ন সময় ঠিক করা হয়েছে। মানবাজারের সব পুজো কমিটি তা মেনে পুজোপাঠ করবেন। রাজবাড়ির তোপধ্বনি অনুসারে এলাকার সমস্ত মেলায় পুজো ও বলি হয়। শতাব্দী প্রাচীন এই প্রথা মানবাজারের সমস্ত মেলা কমিটি মেনে চলে।
|
দারিদ্রসীমার নীচে থাকা মানুষজনের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে পুরুলিয়ায় দু’দিনের আলোচনাসভা হল। মানবাজার ১ ও মানবাজার ২ ব্লকের মানুষদের নিয়েই এই কাজ শুরু করতে চলেছে জামগোড়িয়ার একটি সংস্থা। আয়োজকদের পক্ষে অশোক মাহাতো বলেন, “ওই দুই ব্লকের দারিদ্রসীমার নীচে থাকা মানুষজনকে কৃষিকাজে উৎসাহিত করছি।” উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, “যে মরসুমে যে চাষ লাভজনক, সে বিষয়ে প্রশিক্ষণ-সহ প্রয়োজনীয় সহায়তা দেব।”
|
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে গল্প লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। উদ্যোক্তা জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন। উদ্বোধন করেন বিধায়ক নেপাল মাহাতো। সংগঠনের আহ্বায়ক অর্ণবী সেন বলেন, “এই প্রজন্মের পড়ুয়াদের মূলত ভাষা ও লেখার অভ্যাস বজায় রাখার দিকে লক্ষ রেখেই আমাদের এই প্রতিযোগিতার আয়োজন। তিনটি বিভাগে ৪৯ জন পড়ুয়া যোগ দেয়। |