অযোধ্যা পাহাড়ে সোমবার রাত কাটিয়ে মঙ্গলবার পাহাড়ের পাদদেশেই সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পুরুলিয়ার জেলাশাসক তন্ময় চক্রবর্তী জানিয়েছেন, আগামী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাঘমুণ্ডিতে পাহাড়ের ঠিক নীচেই লহরিয়া ফুটবল ময়দানে সভা করবেন মুখ্যমন্ত্রী। বেলা একটা নাগাদ এই প্রশাসনিক সভা অনুষ্ঠিত হবে। তৃণমূল ও প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পাহাড়ে সভা করলে যে জনসমাগম হবে, তার উপযুক্ত মাঠ সেখানে নেই। ‘হিলটপের’ মাঠে সভা করা যেতে পারত। কিন্তু, সেই সভায় আসতে হলে সমতল থেকে অসংখ্য গাড়ি পাহাড়ের সঙ্কীর্ণ পাকদণ্ডী বেয়ে উপরে ফঠত। সেটা রীতিমতো ঝুঁকির। পাশাপাশি মুখ্যমন্ত্রী সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক সেরে রাতে পাহাড়ের উপরে যেখানে রাত্রিবাস করবেন, সেই সরকারি অতিথি নিবাসটির অবস্থান ওই মাঠের লাগোয়া। |
মুখ্যমন্ত্রী যেখানে থাকবেন, তারই গা ঘেঁষে থাকা ওই মাঠে সভা করার ঝুঁকি নিরাপত্তা জনিত কারণেই নিতে চায়নি পুলিশ-প্রশাসন। কারণ, লোকের ভিড়ের মধ্যে সবার উপরে নজরদারি চালানো সম্ভব নয়। তা ছাড়া, জায়গাটার নাম অযোধ্যা পাহাড়! জেলাশাসক জানান, সব দিক দেখেশুনেই পাহাড়ে ওঠার মুখেই সভাস্থল করা হয়েছে।
পাহাড়ে কোথায় থাকবেন মুখ্যমন্ত্রী, তা অবশ্য এখনও নিশ্চিত হয়নি। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “আমরা পাহাড়ের উপরে জনস্বাস্থ্য ও করিগরি দফতর, সিএডিসি (সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ) এবং বন দতরের ও পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের অতিথি নিবাস তৈরি রাখছি। মুখ্যমন্ত্রীর ছবি আঁকার শখ রয়েছে। পাহাড়ে উঠে তিনি ছবি আঁকার ইচ্ছে প্রকাশ যদি করেন, তেমন ব্যবস্থাও তৈরি রাখছে পুরুলিয়া জেলা প্রশাসন। |