টুকরো খবর |
শিক্ষাকর্মীদের দাবি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
|
ডেপুটেশনে। —নিজস্ব চিত্র। |
বিদ্যালয়ে কর্মরত শিক্ষাকর্মীদের গ্রেডেশন প্রথা চালু, পদোন্নতি-সহ একাধিক দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) অফিসে স্মারকলিপি দিল রাজ্য বিদ্যালয় কর্মী সংস্থা। বৃহস্পতিবার দুপুরে তমলুকে জেলা বিদ্যালয় পরিদর্শকের সামনে জড়ো হন ওই শিক্ষাকর্মী সংগঠনের সদস্যরা। নেতৃত্ব দেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক তপন মোহন পাত্র। সংগঠনের নেতা তপনবাবু শান্তিপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার দাঁড়িয়ালা ভীমাচরণ হাইস্কুলের অবসরপ্রাপ্ত করণিক। স্মারকলিপি কর্মসূচির পরে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি করে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে অনশনে বসেন তিনি। তাঁর বক্তব্য, মিড-ডে মিল, পড়ুয়াদের বই কেনার টাকা দেওয়া প্রভৃতি বিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিনি নির্দিষ্ট তথ্য-সহ আর্থিক দুর্নীতির অভিযোগ জানিয়েছিলেন। পরিদর্শক অফিসের একটি তদন্তকারী দল তা নিয়ে তদন্ত করলেও প্রকৃত তথ্য আড়াল করেছে। জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের এক আধিকারিক অবশ্য জানান, “তপনবাবুর অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছিল। কিন্তু তাতে দুর্নীতির প্রমাণ মেলেনি।”
|
বিড়ি শ্রমিকদের বাড়ির টাকা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বিড়ি শ্রমিকদের গৃহ নির্মাণের জন্য অনুদান দেওয়া হল নন্দকুমারে। শ্রম দফতরের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নন্দকুমার বিডিও অফিস সংলগ্ন সভাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের চেক দেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে এক হাজারের বেশি বিড়ি শ্রমিক যোগ দেন। শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, দুঃস্থ বিড়ি শ্রমিকদের গৃহ নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মিলিয়ে মোট ৫০ হাজার টাকা অনুদান দিয়ে থাকে। অনুষ্ঠানে শুভেন্দু ছাড়াও ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন, জেলা আইএনটিটিইউসি’র কার্যকরী সভাপতি শিবনাথ সরকার-সহ শ্রম দফতর ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। শুভেন্দু বলেন, “হলদিয়া শিল্পাঞ্চলে দূষণ নিয়ে কেন্দ্রীয় পরিবেশ দফতরের যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়ায় হলদিয়ায় নতুন করে বিনিয়োগ হবে। কর্মসংস্থান বাড়বে।”
|
পার্টি অফিসে হামলার নালিশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএমের গোয়ালতোড় জোনাল অফিসে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের লোকেদের বিরুদ্ধে। বুধবার রাতের ঘটনা। সিপিএমের বক্তব্য, ওই দিন রাত ১০টা নাগাদ কয়েকজন তৃণমূল কর্মী আচমকা পার্টি অফিসে হামলা চালায়। ইঁট ছুঁড়তে থাকে। তখন পার্টি অফিসের মধ্যে ৩ জন দলীয় সদস্য ছিলেন। তাঁরা সন্ত্রস্ত হয়ে পড়েন। জানালাও ভাঙা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তৃণমূল অবশ্য এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের গোয়ালতোড় ব্লক সিপিএমের দাবি, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই তৃণমূলের লোকেদের এমন আচরণ।
|
বামেদের প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বন্যা দুর্গতদের তালিকা তৈরি নিয়ে বিরোধের জেরে পঞ্চায়েত অফিসে তৃণমূল পঞ্চায়েত সদস্যাদের মারধর, শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল সিপিএমের বিরুদ্ধে। নাম জড়ায় প্রধান, উপ-প্রধানের। বুধবার ধরা হয় নন্দকুমার ব্লকের বাম পরিচালিত দক্ষিণ নারিকেলদা পঞ্চায়েতের প্রধান শিখা মাল ও উপ-প্রধান তাপস সাঁতরাকে। বৃহস্পতিবার ওই পঞ্চায়েত অফিসের সামনে প্রতিবাদ মিছিল করেন বাম সমর্থকরা। ছিলেন দলের জেলা কমিটির সদস্য সুরেশ সামন্ত, দলের দক্ষিণ নারিকেলদা লোকাল কমিটির সম্পাদক সুকুমার মান্না।
|
বৃদ্ধার আত্মহত্যা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ঝাড়গ্রামের মানিকপাড়ায় ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত গীতারানি বিশুই (৭৪) জরায়ুর ক্যানসারে আক্রান্ত ছিলেন। মাস আটেক আগে তাঁর স্বামীর মৃত্যু হয়। চার পাতার সুইসাইড নোটে মৃত্যুর জন্য কাউকেই দায়ী করেননি ওই বৃদ্ধা। পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই তিনি আত্মহত্যা করেছেন।
|
বিদ্যুৎস্পৃষ্ট
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
চুরি রুখতে বাগদা চিংড়ি খামারের চারপাশে বিদ্যুতের তার বিছিয়েছিলেন দেশপ্রাণ ব্লকের নামালডিহা গ্রামের হরেন্দ্রনাথ বেরা (৬০)। বুধবার সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন তিনি। কাঁথি মহকুমা হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয় ।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার। মৃত একাদশী জানার (৭০) বাড়ি মহিষাদলের ভোলসারায়। বুধবার বাড়ির কাছে রাস্তা দিয়ে যেতে গেলে এক গাড়ি তাঁকে ধাক্কা মারে। তমলুক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
|
|