লন্ডন অলিম্পিকের দল গড়াকে কেন্দ্র করে ভারতীয় টেনিসে যে দুর্ভাগ্যজনক বিতর্ক তৈরি হয়েছিল, তা আজও কষ্ট দেয় লিয়েন্ডার পেজকে। খেলার দুনিয়ায় চল্লিশোর্ধের সংজ্ঞা বদলে দেওয়া টেনিস তারকা এ দিন বলেছেন, ২০১৬ রিও গেমসে নামার জন্য নিজেকে তাতিয়ে রাখার পিছনে কলঙ্কজনক ওই অধ্যায় একটা বড় কারণ। লিয়েন্ডারের কথায়, “গত অলিম্পিকের ঘটনায় মনটা তেতো হয়ে গিয়েছিল। বিশ্রী বিতর্কটা আজও ভেতর থেকে আমাকে ধাক্কা দেয়। আর সে জন্যই রিও-য় নামতে চাই আমি। বলতে পারেন ওই বিতর্ক আমাকে মোটিভেট করছে রিও গেমসে ভাল কিছু করে দেখাতে।” |
২০১২ অলিম্পিকে লিয়েন্ডারের সঙ্গে ডাবলস খেলতে অস্বীকার করেন মহেশ ভূপতি এবং রোহন বোপান্না। যা নিয়ে তোলপাড় হয়ে যায় ভারতীয় টেনিস। তিক্ত স্মৃতি ভুলতেই রিও গেমসের মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন লিয়েন্ডার। জানিয়েছেন, রিও গেমসের আগে তেতাল্লিশেও ফিটনেস এবং ফর্মের দিক থেকে সেরা জায়গায় থাকতে চান। তবে এই মুহূর্তে লিয়েন্ডারের পাখির চোখ সামনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই একটা ট্রফিই নেই তাঁর সংগ্রহে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসাবে তাইল্যান্ড এবং চিন ওপেনে খেলবেন। বলেছেন, “ওই একটা ট্রফিই আমার নেই। তাই মাস দুই প্রস্তুতি নিয়ে এ বার জেতার জন্য নামতে চাই।”
|