এই টিম পরিণত নয়: মোরিনহো
নিজস্ব প্রতিবেদন |
বিমর্ষ সৌজন্য। ম্যাচ হেরে বিপক্ষ কোচের হাতে হাত মোরিনহোর। |
প্রায় এক দশক পরে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ স্তরে হোম ম্যাচে হারের জেরে টিমের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন হোসে মোরিনহো। বাসেলের বিরুদ্ধে ১-২ হারের পর চেলসি কোচ বলেছেন, “ফুটবলের কঠিন মুহূর্তের মোকাবিলা করার মতো পরিণত মানসিকতা বা ব্যক্তিত্ব এই টিমের নেই।” পরপর চারটে ম্যাচে জয়ের মুখ দেখেনি তাঁর টিম। শনিবার এভার্টনের বিরুদ্ধে হারের উদাহরণ দিয়ে চেলসি কোচ বলছেন, “এভার্টন ম্যাচে আমরা দারুণ খেলছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ দিকে ওরা গোল করে দেওয়ার পরে আমার টিম স্ট্রাগল করছিল। |
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার |
চেলসি ১ : বাসেল ২
শালকে ৩ : স্টিউয়া বুখারেস্ট ০
মার্সেই ১ : আর্সেনাল ২
নাপোলি ২ : ডর্টমুন্ড ১
অস্ট্রিয়া উইয়েন ০ : পোর্তো ১
আটলেটিকো ৩ : জেনিত ১
মিলান ২ : সেল্টিক ০
বার্সেলোনা ৪ : আয়াখ্স ০ |
|
এই ম্যাচেও অনেকটা তাই হল।” টিমকে মোরিনহোর টোটকা? “ভুলগুলো শুধরে নিতে আমাদের আরও খাটতে হবে। ফুটবলে ফিরে আসার এই একটা উপায়ই আমি জানি। বুধবার চেলসির হয়ে ৪৫ মিনিটে একমাত্র গোলটা করেন এমবোয়াবা অস্কার। দ্বিতীয়ার্ধে এগারো মিনিটের মধ্যে ২-১ করে দেয় মহম্মদ সালাহ এবং মার্কো স্ট্রেলারের গোল।
|
ডার্বির আগে ‘গুপ্তচর’বোল্ট সিটিতে
নিজস্ব প্রতিবেদন |
এ বারের ইপিএলের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বির আগে সিটির শিবিরে ‘অতিথি’ হিসেবে হাজির ম্যান ইউ-র অন্যতম বড় ফ্যান উসেইন বোল্ট! এবং সিটি প্র্যাকটিসে তাঁর কাণ্ডকারখানার কথা শুনলে খুশিই হবেন ডেভিড মোয়েস। কারণ রবিবারের ডার্বির আগে সিটির প্রধান অস্ত্রে প্রায় জং ধরিয়ে দিয়েছেন জামাইকান স্প্রিন্টার। একের পর এক ভুলভাল পাস দিয়ে আগেরোকে দৌড় করিয়ে ক্লান্ত করে দেন বোল্ট। যা নিয়ে সিটির আর্জেন্তিনীয় স্ট্রাইকার বলছেন, “প্রথম দিকে জঘন্য খেলছিল বোল্ট। কিন্তু কিছুক্ষণ পরে ওর আসল ফন্দিটা ধরে ফেললাম। বোল্ট আমাকে ক্লান্ত করে দিতে চাইছিল!” সঙ্গে সিটির প্রতিদ্বন্দ্বী ক্লাবের ভক্তকে তাঁর খোঁচা, “ঠিকঠাক খেললে বোল্টের যথেষ্ট স্কিল আছে। নাহ, সিটি-তে খেলার মতো ভাল নয়। তবে ইউনাইটেড টিমে সুযোগ পেয়ে যেতে পারে!” বোল্ট নিজেও স্বীকার করে নেন, “গত কয়েক বছর ইউনাইটেডের জন্য প্রচুর সমস্যা তৈরি করেছে আগেরো। তাই ভাবলাম এ বার ডার্বির আগে ওকে একটু ক্লান্ত করে দিই।” শেষ পর্যন্ত কার্যসিদ্ধি হয়েছে কী? বোল্টের কথায়, “দেখলাম আগেরো খুব ফিট। ওকে আটকানোর উপায় বের করে তিন পয়েন্ট পেতে হবে ইউনাইটেডকে।”
|
ভারতে অনিশ্চিত অধিনায়ক ক্লার্ক
নিজস্ব প্রতিবেদন |
দলের সঙ্গে ভারতে আসতে পারবেন কি না মাইকেল ক্লার্ক, তা নিশ্চিত নয়। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার নির্বাচকরা ভারত সফরের জন্য যে ১৪ জনের দল বাছলেন, তার অধিনায়ক ক্লার্ককে করা হলেও জানানো হয়েছে, পিঠের ব্যথা ঠিক হলে তবেই ভারতে আসবেন তিনি। ডাকা হল না ডেভিড ওয়ার্নারকে। উইকেটকিপার ব্র্যাড হাডিন এসেছেন ম্যাথু ওয়েডের জায়গায়। ভারত সফরে দলের ভাইস ক্যাপ্টেন জর্জ বেইলি। রয়েছেন ফকনার, ফিঞ্চ, এনরিকে, জনসন, হিউজ, ম্যাক্সওয়েল, ম্যাকে, শেন ওয়াটসনরাও।
|
হার সিন্ধুর
নিজস্ব প্রতিবেদন |
জাপান ওপেনের দ্বিতীয় রাউন্ডে বিশ্রী হারলেন পি ভি সিন্ধু। টুর্নামেন্টের অষ্টম বাছাইকে এ দিন ২১-৬, ২১-১৭ চুরমার করতে বিশ্বের ১৪৫ নম্বর, জাপানের আকানে ইয়ামাগুচির লাগল মাত্র ৩২ মিনিট। বিপর্যয়ের দিনে বিশ্ব র্যাঙ্কিংয়েও দু’ধাপ নেমে সেরা দশ থেকে ছিটকে বারোয় হায়দরাবাদের মেয়ে। তবে পুরুষদের সিঙ্গলসে বিশ্বের ছ’নম্বর, ডেনমার্কের ইয়ান ইয়োর্গেনসেনকে ২১-১৪, ১৩-২১, ২১-১৭ হারিয়ে অঘটন ঘটালেন ভারতের এইচ এস প্রণয়।
পুরনো খবর: জাপানে জয় সিন্ধুর |