হ্যাটট্রিকের জবাব হ্যাটট্রিকেই দিলেন মেসি
ধুনা ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা এক এক সময় এমন কিছু মোহিনী মুহূর্তের জন্ম দেয় যে, লোকে ভুলতে বসে ফুটবল আদতে টিম গেম। ভুলতে বসে, এটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লিওনেল মেসি শুধু নয়, ওঁরা ছাড়াও মাঠে আরও দশ জন প্লেয়ার থাকে।
বুধবারের রাত যেমন। রিয়াল মাদ্রিদের জার্সিতে সিআর সেভেনের হ্যাটট্রিকে মঙ্গলবার তৈরি হয়েছিল যে সম্মোহন, ‘মেসি গ্রেট, কিন্তু রোনাল্ডোও কম নয়’ জাতীয় যে সব তর্ক শুরু হয়েছিল, বিশেষজ্ঞমহলে যে প্রশ্ন উঠেছিল হ্যাটট্রিকের জবাবে হ্যাটট্রিক দেখা যাবে কি না বুধবারের পর সে সব কোথায় দাঁড়িয়ে?
বিশেষজ্ঞদের রায় আধুনিক ফুটবলের যদি কোনও তুখোড় শিল্পী থাকেন, তা হলে তাঁর নাম লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়। কারণ মেসির খেলা বারবার দেখলেও ক্লান্তি আসে না। এতই তার সৌন্দর্য। রোনাল্ডোর জন্য বরং আছে মন-খারাপ। বড় ভুল সময়ে তিনি জন্মেছেন!
ফ্রি-কিক। এবং গোল।
বুধবার মেসির তিনটে গোলের তিনটেই বাঁ পা থেকে। একটা পঁচিশ গজের ফ্রিকিক। বাঁ দিকের নেটের উপরের অংশটা কাঁপতে লাগল ‘গোল’ শব্দটা বলতে যা সময় লাগে, তারও কম। পরের দু’টো গোলে ঢুকল একটু নিচু হয়ে, নিখুঁত প্লেসমেন্টে। এলএমটেন যেন রীতিমতো চ্যালেঞ্জ জানালেন ডিফেন্ডারদের পারলে আমাকে ধরো! ডিফেন্ডাররা এলেন, কিন্তু ধরা দূরে থাক, ছুঁতেও পারলেন না। কয়েকটা ডজেই সব শেষ!
তাই ম্যাচের ‘অদৃশ্য’ স্কোরলাইন শেষ পর্যন্ত বদলে গেল। রোনান্ডো-৩: মেসি-৩। যা দেখে বার্সেলোনা-৪ : আয়াখস আমস্টারডাম-০, চ্যাম্পিয়ন্স লিগের নিজেদের উদ্বোধনী ম্যাচে টাটা মার্টিনোর এমন ঈর্ষণীয় স্কোরলাইন কেউ মনেই রাখছে না!
এলএম টেনের কয়েকটা রেকর্ডও তৈরি হয়ে গেল মুহূর্তে। সিআর সেভেনকে বেশ কিছুটা পিছনে রেখে। বুধবারের পর মেসির হ্যাটট্রিকের সংখ্যা দাঁড়াল ২৪। রোনাল্ডোর ২১। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ পিছু গোলের অনুপাতেও এগিয়ে আর্জেন্তিনীয় মহাতারকা। এবং সবার উপরে। ৮০ ম্যাচে মেসির গোল ৬২। রোনাল্ডোর সেখানে ৯৬ ম্যাচে ৫৪। নিস্তেলরুইয়ের ৮৮ ম্যাচে ৬০। রাউলের ১৪৪ ম্যাচে ৭১।
এর পর আর কিছু বলার থাকে?
জেরার্দো মার্টিনোর অবশ্য আছে। বার্সা কোচ আয়াখসের মতো শক্তিশালী প্রতিপক্ষকে চূর্ণ করেও নির্বিকার। বলে দিচ্ছেন, “আমার টিমে প্রচুর মহাতারকা। তারা দুর্ধর্ষ খেলবে, সেটাই প্রত্যাশিত।” কিন্তু বাকি বার্সায় কী হল না হল, তাতে অন্তত এই মুহূর্তে কিছু আসছে-যাচ্ছে না ফুটবলগ্রহের বাসিন্দাদের। তাঁরা এমন এক ডুয়েলের খোঁজ পেয়েছেন, যেখানে টিমের পারফরম্যান্স নিমিত্ত মাত্র। মুখ্য এই দুইয়ের ঠোকাঠুকি।
সিআর সেভেন চ্যালেঞ্জ ছুড়লে অকল্পনীয় উচ্চতায় ফিরে আসবেন এলএমটেন।
গোলের জবাব গোলে, হ্যাটট্রিকের জবাব হ্যাটট্রিকেই হবে!
২০১২/১৩
মেসি রোনাল্ডো
৫০ ম্যাচে ৬০ গোল
গোলে সাহায্য ১৬
পেনাল্টি থেকে গোল ৫
হ্যাটট্রিক ২
৫৫ ম্যাচে ৫৫ গোল
গোলে সাহায্য ১২
পেনাল্টি থেকে গোল ৭
হ্যাটট্রিক ৫
২০১৩/১৪
৬ ম্যাচে ৯ গোল
গোলে সাহায্য ১
হ্যাটট্রিক ১
৫ ম্যাচে ৫ গোল
গোলে সাহায্য ২
হ্যাটট্রিক ১
অলঙ্করণ: বিমল দাস

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.