চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে নেইমার কি পাশ করবেন? এভার্টনের কাছে হেরে আবার কি জয়ে ফিরতে পারবেন মোরিনহো? মগজাস্ত্রের লড়াইয়ে বাকি কোচেদের টেক্কা দিতে পারবেন মার্টিনো?
চ্যাম্পিয়ন্স লিগের যুদ্ধে নামার চব্বিশ ঘণ্টা আগে এ রকম সব প্রশ্নের মুখে ইউরোপের প্রধান দুই মহারথী- বার্সেলোনা ও চেলসি। তবে বুধবারের লড়াইয়ে চেলসির থেকে বার্সেলোনার চ্যালেঞ্জটা একটু বেশি কঠিন হবে বলেই মনে করছে ফুটবল বিশ্ব।
দুই ক্লাবের মিলিত খেতাব মোট আট। তবুও চ্যাম্পিয়ন্স লিগের প্রতিযোগিমূলক ম্যাচে এই প্রথম মুখোমুখি হতে চলেছে বার্সেলোনা ও আয়াখস আমস্টারডাম। তাও আবার বার্সার ঘরের মাঠ ন্যু কাম্পে। জোহান ক্রুয়েফ থেকে লিওনেল মেসি, ফুটবলবিশ্বে অসংখ্য মহাতারকার জন্ম দেওয়া দুই ক্লাবের এই ম্যাচকে অনেক ফুটবলবিশেষজ্ঞ বলেছেন- “ক্ল্যাশ অব দ্য সেম ফুটবল কালচার।” অর্থাৎ দুটি একই ফুটবল ঘরানার লড়াই, যারা ‘টোটাল ফুটবল’ খেলতে বিশ্বাসী। |
চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ঘটার আগে উত্তেজিত নেইমারও। তাই তো ফেসবুকে প্র্যাকটিসের ছবি দিয়ে পোস্ট করেন, “কঠিন ট্রেনিং করছি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য। অভিষেকের জন্য আর অপেক্ষা করতে পারছি না।” তবে ম্যাচ শুরুর আগে খারাপ খবর অপেক্ষা করে ছিল নেইমারদের কোচের জন্য। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বসার আগে নিজের বাবার মৃত্যুর খবর শুনতে হল মার্টিনোকে। যে কারণে আয়াখস ম্যাচের পরেই কয়েকদিনের জন্য আর্জেন্তিনা চলে যাচ্ছেন মার্টিনো।
খাতায় কলমে আয়াখস ‘দুর্বল’ দল হলেও, ম্যাচ জেতা খুব সহজ হবে না বলেই মনে করছেন বার্সা রক্ষণের অন্যতম স্তম্ভ জেরার পিকে। বলছেন, “চ্যাম্পিয়ন্স লিগে কোনও দলই খারাপ নয়। কিন্তু আমরাও সর্বশক্তি লাগিয়ে দেব জেতার জন্য। আর গ্রুপের প্রথম ম্যাচটা জেতা অত্যন্ত জরুরি।” কোচ জেরার্ডো মার্টিনো অল্প কিছু দিন আগেই দায়িত্ব নিয়েছেন। তাঁর ট্যাকটিক্সের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হচ্ছে? পিকের বক্তব্য, “সব কোচেরই নিজস্ব একটা ধরণ থাকে। টাটা মার্টিনোর খেলার স্টাইলের সঙ্গেও মানিয়ে নিচ্ছি আমরা।” মার্টিনোর স্টাইলের সঙ্গে পিকেরা মানিয়ে নিতে পারলে কী হবে, প্রচারমাধ্যম কিন্তু নতুন বার্সা কোচের সমালোচনা করতে ছাড়েনি। যা নিয়ে মার্টিনোর সাফ কথা, “আমরা সমালোচনায় অভ্যস্ত। আমি এইটুকু জানি এই টিমটা ইদানীংকালে সাফল্যের শিখর ছুঁয়েছে। আবার সেটা ছোঁয়ার ক্ষমতা রাখে।” |
বাসের্লোনার মতো চেলসিও সমান সতর্ক তাদের প্রতিপক্ষ নিয়ে। সুইৎজারল্যান্ডের বাসেলের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে, টেরি-ল্যাম্পার্ডদের কোচ মোরিনহো এ দিন বলেন, “বাসেলকে হাল্কা ভাবে নিলে বিপদ আমাদেরই। গত দু বছরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, টটেনহ্যামের মতো দলদের হারিয়েছে ওরা।”
এভার্টনের সঙ্গে ০-১ হারার পর ব্রিটিশ প্রচারমাধ্যম প্রশ্ন তোলা শুরু করে দিয়েছে যে, এই চেলসি দল ট্রফি জেতার ক্ষমতা রাখে না। যদিও সে সব কথা উড়িয়ে নিজের ট্রেডমার্ক ঔদ্ধত্যের সুরে মোরিনহো বলেন, “আমরা ওই একটা ম্যাচই হেরেছি। কিন্তু খেলাটা যদি দশবার হয় তবে আমরাই ন’বার জিতব।” চোটের সমস্যা না থাকায় প্রথম ম্যাচের আগে পুরো দলই পাচ্ছেন মোরিনহো। এমনকী ল্যাম্পার্ড ও অস্কারকে রেখে প্রথম একাদশ সাজাবেন, সেই কথাও জানান ‘দ্য স্পেশ্যাল ওয়ান।’ দলের খেলার পদ্ধতি নিয়ে কোচ যোগ করেন, “আমি আগে খেলিয়ে দেখতে চাইছি কোন ছকে ফুটবলাররা মানিয়ে নিতে পারবে। এই সময়টা হচ্ছে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার।” তবে একটা স্বপ্ন যে তিনি এখন থেকেই দেখতে শুরু করেছেন, তা পরিষ্কার হয়ে যাচ্ছে মোরিনহোর কথায়। “আমি চাই না দলের উপর বাড়তি চাপ দিতে। কিন্তু তৃতীয় খেতাব জেতা আমার স্বপ্ন।” স্বীকার করে নিচ্ছেন মোরিনহো। |