দলমার হাতিদের তাণ্ডবে ধান খেতে ব্যাপক ক্ষতি হল বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের রাধানগর এলাকায়। বড়জোড়া থেকে তাড়া খেয়ে দলমার প্রায় ১০০টি হাতির পাল বুধবার রাতে রাধানগর রেঞ্জ এলাকায় ঢুকে পড়ে। তার পর ইছারিয়া, পাঁচাল, আমডহরা-সহ কয়েকটি গ্রামের জমিতে হানা দেয়। এর জেরে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, “হাতির পাল গ্রামে ঢুকতে পারে বলে আগাম জানাননি বনকর্মীরা। তাই এত বড় ক্ষতি হল। ইছারিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত চাষি অজিত নন্দী, বংশী মুখোপাধ্যায়, পূর্ণেন্দু চট্টোপাধ্যায়দের দাবি, “শুধু মাত্র আমাদের গ্রামেই প্রায় ৫০০ বিঘা জমির ধান নষ্ট করেছে হাতির পাল।
|
মারা গেল ‘স্নিফার ডগ’ টুইঙ্কল (৫)। বৃহস্পতিবার ভোরে, পুলিশ ট্রেনিং স্কুলে। গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ জানান, সাত-আট দিন ধরে সে কিডনির অসুখে ভুগছিল। দিন কয়েক আগে তার লিভারও বড় হয়। বেলগাছিয়ার ভেটেরিনারি কলেজে তার চিকিৎসা চলছিল। |