র্যাগিংয়ে অভিযুক্তদের ক্লাস নিষেধ
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
প্রথম বর্ষের এক ছাত্রকে ‘র্যাগিং’-এর অভিযোগে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ২২ জন ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার করা হয়েছিল গত শনিবার। আজ, শুক্রবার থেকে অভিযুক্তদের আপাতত ক্লাস করতেও নিষেধ করে দিলেন কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে কলেজের পরিচালন সমিতির বৈঠকে অভিযুক্তদের ক্লাস করায় নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে অধ্যক্ষ অসীম দে বলেন, “অভিযোগ খতিয়ে দেখতে আট জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০ নভেম্বরের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই প্রকৃত দোষীদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।” ক্লাসে নিষেধাজ্ঞা নিয়ে অভিযুক্তেরা মন্তব্য করতে চাননি। ওই কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কিছু ছাত্র গত ৯ সেপ্টেম্বর রাতে হস্টেলে ভূগোল অনার্সের প্রথম বর্ষের ছাত্র সঞ্জীব অধিকারীর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালান বলে অভিযোগ। তার পরে সঞ্জীব বাঁকুড়ার মদনমোহনপুরে বাড়ি ফিরে যান। গত শনিবার ওই ছাত্র এবং তাঁর বাবা ক্ষীরোদ অধিকারী অধ্যক্ষের কাছে ২২ জন ছাত্রের বিরুদ্ধে ওই অভিযোগ জানান। সে দিনই প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা রয়েছে জানিয়ে কলেজ কর্তৃপক্ষ ওই ২২ জনকে হস্টেল থেকে বহিষ্কার করেন। তবে, এত দিন তাঁরা ক্লাস করতে পেরেছেন।
পুরনো খবর: আরামবাগে হস্টেল থেকে বহিষ্কার ২২, শ্রীরামপুরে ধৃত ৪ |
মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বুধবার রাতে আরামবাগের সরাইঘাটায় একটি শাড়ির দোকানের দুই কর্মীর মাথায় পাইপগান ঠেকিয়ে তাঁদের বেঁধে রেখে কাপড় লুঠ করল দুষ্কৃতীরা। পিকআপ ভ্যানে এসেছিল সকলে। সুনীল মুরালি নামে দোকানের মালিকের ছেলে অমিত বৃহস্পতিবার থানায় এই অভিযোগই করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরাইঘাটা গ্রাম তাঁত বস্ত্র তৈরির জন্য বিখ্যাত। সুনীলবাবুর দোকানের নিরাপত্তার জন্য রাতে উপরে থাকেন দোকানের দুই কর্মী শেখ রাজা ও সুমন্ত বাগ। তাঁদের অভিযোগ, রাত দেড়টা নাগাদ পিছনের সিঁড়ির দরজার তালা ভেঙ্গে চার দুষ্কৃতী উপরে উঠে আসে। মাথায় পাইপগান ঠেকিয়ে চাদর দিয়ে বেঁধে ফেলে দু’জনকে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
নয়ানজুলিতে মিলল দেহ
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
রোডের পাশের নয়ানজুলি থেকে দেহ উদ্ধার হল এক যুবকের। বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়ার বড়গ্রামে উলুবেড়িয়া-আমতা রোডের পাশে নয়ানজুলি থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মৃত যুবকের নাম শেখ আলফা (২০)। বাড়ি বাণীবন জগদীশপুরে। পেশায় জরিশিল্পী ওই যুবক মঙ্গলবার সন্ধ্যায় দোকানে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। আর ফেরেননি। দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
চোলাই বাজেয়াপ্ত
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
১৬২০ লিটার চোলাই মদ উদ্ধার করল হাওড়া আবগারি। বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়ার ধর্মতলায় একটি বাড়িতে হানা দেয় তারা।
|
হাওড়ায় সব বাড়িতে বিদ্যুৎ |
যত তাড়াতাড়ি সম্ভব হাওড়ার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এ কথা জানান রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার চেয়ারম্যান নারায়ণ স্বরূপ নিগম। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এ দিন এই ব্যাপারে বিদ্যুৎকর্মী ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বসেন হাওড়ার জেলাশাসক শুভাঞ্জন দাস ও নিগম। জেলার অধিকাংশ বিধায়ক এবং মন্ত্রী অরূপ রায়ও বৈঠকে ছিলেন। হাওড়ার প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। কিন্তু প্রায় ৩৬ হাজার বাড়িতে লাইন যায়নি। ক’মাসের মধ্যে সেখানকার প্রতিটি বাড়িতেই বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে এ দিনের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আপাতত হাওড়া এক নম্বর ব্লকে ১,৫৫০, হাওড়া দু’নম্বর ব্লকে ৫,০০০ এবং উলুবেড়িয়ায় ৮,০০০ বাড়িতে সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। সময়সীমা বেঁধে দফায় দফায় ৩৬ হাজার বাড়িতেই বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে জানান জেলাশাসক। তাঁর দাবি, এই কাজ শেষ হলে হাওড়াই হবে রাজ্যের প্রথম জেলা, যেখানে গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পে প্রতিটি বাড়িই আলোকিত। |