নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
মাসের পর মাস কাজ করেও প্রাপ্য টাকা মিলছে না, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে মুম্বই রোড সম্প্রসারণের কাজ বন্ধ করে দিল সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাগুলি। জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছ থেকে ওই রাস্তা সম্প্রসারণের বরাত পেয়েছে নাসিকের একটি ঠিকাদার সংস্থা। তার অধীনে অন্য কয়েকটি সংস্থা (সাব-কন্ট্রাক্ট) মুম্বই রোড সম্প্রসারণের কাজ করছে। এ দিন তারাই কাজ বন্ধ করে মূল ঠিকাদার সংস্থার উলুবেড়িয়ার অফিসে বিক্ষোভ দেখান। সুযোগ-সুবিধা নিয়ে নানা অভিযোগে সংস্থার গেটের সামনে বিক্ষোভ করেন ৩০০ কর্মীও। আধিকারিকদের রাত অবধি ঘেরাও করে রাখা হয়।
সংস্থার জনসংযোগ আধিকারিক প্রদীপ মুখোপাধ্যায় বলেন, “ বিষয়টি নাসিকে সদর দফতরে জানানো হয়েছে। আশা করি সমাধান হয়ে যাবে।” জাতীয় সড়ক কর্তৃপক্ষের কলকাতা ইউনিটের প্রকল্প অধিকর্তা শিবা কুমার কুশাওয়া বলেন, “বিষয়টি আমাকে জানতে হবে। তারপর ঠিক করব কী করা যাবে। তবে, শ্রমিক-কর্মচারীর সমস্যা মেটা দরকার।”
ডানকুনি থেকে খড়্গপুর পর্যন্ত মুম্বই রোডকে ছয় ‘লেন’-এ সম্প্রসারণের কাজ চলছে দু’বছর ধরে। ঠিকাদারদের অভিযোগ, গত ফেব্রয়ারি মাস থেকে নানা অজুহাতে তাঁদের প্রাপ্য আটকে দেওয়া হয়েছে। মলয় দত্ত নামে এক ঠিকাদার বলেন, “আমরা দিনের পর দিন প্রাপ্য না পাওয়ায় শ্রমিক-কর্মচারীদের বেতন বা ইমারতী দ্রব্য সরবরাহকারীদের প্রাপ্য দিতে পারছি না। বকেয়া কবে মিলবে, সে বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে কাজ বন্ধ করে বিক্ষোভ চলবে।”
অন্য দিকে, সংস্থার কর্মচারীদের অভিযোগ, তাঁদের কোনও নিয়োগপত্র এবং পরিচয়পত্র নেই। ইএসআই বা প্রভিডেন্ড ফান্ডেরও কোনও সুযোগ নেই। এ সব সমস্যা জানানো সত্ত্বেও কোনও রকম কর্ণপাত করেন না সংস্থার আধিকারিকেরা। সন্ধের দিকে বিক্ষোভের রাশ চলে যায় কর্মচারীদের হাতেই। ঘটনাস্থলে পুলিশ আসে। রাত পর্যন্ত বিক্ষোভ চলে। সমস্যা না মিটলে ডেবরা এবং ধূলাগড়ি টোলপ্লাজার কাজও বন্ধ করে দেওয়ার হুমকি দেন তাঁরা। |