বিমান পরিবহণে ফিরতে ফের টাটার চুক্তি সিঙ্গাপুর এয়ারের সঙ্গে |
দীর্ঘ ১৮ বছর পেরিয়ে গেলেও হাল ছাড়েনি টাটা গোষ্ঠী। ভারতে পুরোদস্তুর একটি বিমান সংস্থা চালু করতে ফের সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে বৃহস্পতিবার হাত মেলাল টাটা সন্স। এ ব্যাপারে বৃহস্পতিবার তারা একটি সমঝোতাপত্রে সই করেছে। সেই অনুসারে টাটা গোষ্ঠীর হোল্ডিং সংস্থা টাটা সন্সের হাতে থাকবে ৫১ শতাংশ মালিকানা আর ৪৯ শতাংশ সিঙ্গাপুর এয়ারের হাতে। চেয়ারম্যান হবেন টাটা সন্স মনোনীত প্রসাদ মেনন।
প্রসঙ্গত, ১৯৯৫ সালেই টাটা সন্স ও সিঙ্গাপুর এয়ারলাইন্স যৌথ ভাবে বিমান সংস্থা চালুর জন্য বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদে আবেদন দাখিল করে। এক বছর বাদে তাতে সায় মিললেও, আইনি ফাঁসে জড়িয়ে শেষ পর্যন্ত আর দিনের আলো দেখেনি ওই যৌথ উদ্যোগ। কারণ, ওই সময়েই দেশি বিমান সংস্থায় বিদেশি সংস্থার মালিকানা নিষিদ্ধ করা হয়। তার পর আরও দু’বার বিমান সংস্থা চালুর ব্যর্থ প্রচেষ্টা করে তারা। এমনকী রতন টাটা এর পর মন্তব্যও করেছিলেন, জনৈক কেন্দ্রীয় মন্ত্রীকে ঘুষ না-দেওয়ার কারণেই তাঁদের উদ্যোগ ফলপ্রসূ হয়নি।
ভারতে বিমান পরিবহণে প্রকৃতপক্ষে টাটারাই পথিকৃৎ। ১৯৩২ সালে জে আর ডি টাটাই টাটা এয়ারলাইন্স চালু করেন। ১৯৪৬-এ যার নামকরণ হয় এয়ার ইন্ডিয়া। এর পর ১৯৫৩ সালে তা জাতীয়করণ করা হলে সংস্থা সরকারের হাতে চলে যায়। বিমান পরিবহণ শিল্পে নতুন করে ফিরতে কিছু দিন আগে মালয়েশিয়ার এয়ার এশিয়ার সঙ্গেও চুক্তি করেছে টাটারা।
|