নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
ভারতীয় পরিসংখ্যান পদ্ধতি এবং তাতে কর্ম সংস্থানের সুযোগ সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হল জাতীয় নমুনা সমীক্ষা কার্যালয়। দেশে এই প্রথম সরাসরি সংশ্লিষ্ট বিষয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে, তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আলোচনা শুরু করল কেন্দ্র সরকারের এই সংস্থা। তথ্য সংগ্রহের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি দফতরের কর্মী, আধিকারিক স্তরের ‘খরা’ কাটাতে আরও সদর্থক ভূমিকা নেবে এই উদ্যোগ। সচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার শান্তিনিকেতনে, বিশ্বভারতীর সংশ্লিষ্ট বিষয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনায় বসেন ওই দফতরের কর্মকর্তারা।
জাতীয় নমুনা সমীক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, সাধারণত দু’রকম পদ্ধতিতে এ দেশে তথ্য সংগ্রহ করা হয়। জাতীয় নমুনা সমীক্ষা দফতরের এ রাজ্যের নর্থ জোন অধিকর্তা ওঙ্কারপ্রসাদ ঘোষ বলেন, “সচেতনতা বাড়াতে দেশে এই ধরনের উদ্যোগ এই প্রথম। আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের উদ্যোগী তরুণ তরুণীরা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে তাঁদের কর্মজীবনের লক্ষ্য হিসেবে বেছে নিন এবং তাঁরা দেশের পরিসংখ্যান পদ্ধতির পরিকাঠমোকে আরও সুদৃঢ় করুক।” বর্তমান প্রজন্মের সিংহভাগ পড়ুয়াদের মধ্যে জাতীয় নমুনা সমীক্ষা বিষয় নিয়ে সচেতনতার অভাবের কথা অস্বীকার করেননি বিশ্বভারতীর পরিসংখ্যান বিভাগের প্রধান, অধ্যাপক সুধাংশু শেখর মাইতি। তিনি বলেন, “কেন্দ্র সরকারের এই সংস্থা এবং তাতে বিশাল কর্মসংস্থানের বিষয়ে নিয়ে ছাত্রছাত্রীরা অনেকেই সচেতন নন। স্বাভাবিক ভাবে এই ধরনের উদ্যোগ, তাঁদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে খুবই সহায়ক হবে। পঠনপাঠন বিষয়ের অন্তর্ভুক্ত হলেও, এই ধরনের বিশেষ প্রশিক্ষণ এবং হাতেকলমে শিক্ষা ছাত্রছাত্রীদের উদ্বুগ্ধ করবে।” |