পরিধি বাড়াচ্ছে গ্ল্যামার দুনিয়া। প্রাপ্তবয়স্কদের সঙ্গে অল্পবয়সীরাও আজ বিশ্বাস করে ‘অলওয়েজ লুক গুড’ মন্ত্রে। ফলে ছোট থেকেই তৈরি হচ্ছে অতিরিক্ত যৌনতা-বোধ। এমনটাই মনে করে ফ্রান্সের আইন প্রণয়নকারী সেনেট। আর তাই ফ্রান্সে ১৬ বছরের কম বয়সী ছেলেমেয়েদের জন্য যাবতীয় সৌন্দর্য প্রতিযোগিতা নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন আইন প্রণেতাদের প্রায় সকলেই।
সম্প্রতি ‘এগেনস্ট হাইপার-সেক্সুয়ালিজম: এ নিউ ফাইট ফর ইক্যুয়ালিটি’ নামক সংসদীয় রিপোর্টে এ হেন প্রবণতার বিরুদ্ধে মত জমা পড়েছিল। মঙ্গলবার ফরাসি সেনেটের ভোটাভুটিতে ১৪৬ জন আইন প্রণেতা এই নিষিদ্ধকরণের প্রস্তাবের সপক্ষে রায় দিয়েছেন। বিপক্ষে পড়েছে মোটে একটা ভোট।
আইন-প্রণেতাদের প্রায় সকলের এই সমর্থন আসলে পরিষ্কার করছে ফ্রান্সে তথা গোটা বিশ্বে বাড়তে থাকা এক অস্বাভাবিক প্রবণতাকে। যার জেরে অল্প বয়স থেকেই খুদে বা সদ্য কৈশোরে পা দেওয়া ছেলেমেয়েরা ভাবতে শিখছে তাদের সাজগোজ, পোশাক-পরিচ্ছদই ব্যক্তি হিসেবে তাদের স্বীকৃতি এনে দেবে। আর এ শিক্ষার অন্যতম উৎস যে গ্ল্যামার দুনিয়া তা পরিষ্কার। বিপণনের স্বার্থে যৌনতাকে ব্যবহার করার কৌশল অজান্তেই দাগ ফেলছে অল্পবয়সীদের মধ্যে। তাদের পোশাক-পরিচ্ছদে সেই ‘হাইপার সেক্সুয়ালিজম’-এর ছাপ স্পষ্ট। উদাহরণ? যৌন আকর্ষণ বাড়াতে ছোটবেলা থেকেই হাইহিল জুতো, প্যাডেড ব্রা ব্যবহার করছে মেয়েরা। ফ্রান্সের এই নয়া নিষেধ-আইনের লক্ষ্য সেটাকেই বন্ধ করা। |
বিতর্কের শুরুটা অবশ্য ২০১০ সালে। বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা হয়েছিল এক ফরাসি নাবালিকার ছবি। তাতে দেখা গিয়েছিল চড়া মেক আপ এবং আঁটোসাঁটো পোশাকে লাস্যময়ী হয়ে দাঁড়িয়ে রয়েছে সে ও তারই বয়সী আরও দুই নাবালিকা। বিতর্কের ঝড় ওঠে তাতেই। ম্যাগাজিনটির সূত্র ধরে অবশ্য বিতর্কের কেন্দ্রে এসে পড়ে অসম্ভব জনপ্রিয় ছোটদের সৌন্দর্য প্রতিযোগিতাগুলিও। অনেকেরই বক্তব্য, খুদেদের উত্তেজক সাজগোজই শো-এর ইউএসপি। ফলে প্রশ্রয় পাচ্ছে ‘অকালপক্কতা’, ‘অতিরিক্ত যৌনতাবোধ’।
এ সব রুখতেই ফ্রান্সের সেনেটের এই উদ্যোগ। প্রস্তাবটি পাশ হয়ে গিয়েছে মঙ্গলবার। আইন হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। প্রস্তাব অনুসারে, যদি কোনও সংস্থা এর পরেও সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করে, তা হলে আয়োজকদের ২ বছর পর্যন্ত জেল হতে পারে। দিতে হতে পারে মোটা টাকা জরিমানাও।
তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, শুধু ফ্রান্সে নয়, গোটা বিশ্বেই বাড়ছে এই প্রবণতা। সে দিক থেকে প্রস্তাবটি গুরুত্বপূর্ণ হলেও তা দিয়ে আদৌ অল্পবয়সীদের মধ্যে বাড়তে থাকা অতিরিক্ত যৌনতাবোধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ টেলিভিশন থেকে রুপোলি পর্দা সর্বত্রই আজ ‘লুক গুড’ মন্ত্রের জয়জয়কার। সারা দুনিয়া জুড়ে থাকা গ্ল্যামার দুনিয়ার সেই আগ্রাসন কী ভাবে এড়াবে ছোটরা, তা নিয়ে চিন্তা তাই যাচ্ছে না। |