|
|
|
|
র্যাগিংয়ের অভিযোগ, ব্যবস্থা রায়গঞ্জের স্কুলেও
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
দমদমের ক্রাইস্ট চার্চের মতো স্কুলে ঢুকে হামলা নয়, এ বার শিক্ষক-শিক্ষিকা এবং উঁচু ক্লাসের কিছু পড়ুয়াকে রাস্তাঘাটে হেনস্থার অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। তবে ক্রাইস্ট চার্চের মতো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের স্কুলটিতেও ঝামেলার কারণ উঁচু ক্লাসের কিছু পড়ুয়ার বিরুদ্ধে অভিভাবকদের একাংশের তোলা র্যাগিংয়ের অভিযোগ।
রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুলের অধ্যক্ষ আলবার্ন মিন্জ সোমবার এক সাংবাদিক বৈঠক ডেকে বহিরাগতদের বিরুদ্ধে ওই অভিযোগ করেছেন। তাঁর দাবি, স্কুলের নিচু ক্লাসের পড়ুয়াদের স্কুলের একাদশ-দ্বাদশ শ্রেণির কিছু ছেলে র্যাগিং করছে বলে অভিযোগ উঠছে। অথচ, স্পষ্ট ভাবে কাউকে চিহ্নিত করতে পারছেন না অভিযোগকারীরা। তাঁর কথায়, “র্যাগিং করেছে সন্দেহে স্কুলের বাইরে আমাদের কিছু উঁচু ক্লাসের ছাত্রকে মারধর, খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে শুনছি। পথেঘাটে শিক্ষক-শিক্ষিকাদেরও কটূক্তি করা হচ্ছে।” অধ্যক্ষ জানান, তাঁরা বিষয়টি পুলিশকে জানিয়ে যথাযথ পদক্ষেপ করার অনুরোধ করবেন।
অভিভাবকদের একাংশের দাবি, গত কয়েক মাসে ওই স্কুলে কেজি-১ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ২৫ জনেরও বেশি ছাত্রছাত্রীকে মারধর করেছে উঁচু ক্লাসের পড়ুয়ারা। গত শুক্রবার এক অভিভাবক তাঁর ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ছেলের হাতে কম্পাস দিয়ে খোঁচানো হয়েছে বলে থানায় অভিযোগও করেন। তা নিয়ে দু’দিন ধরে স্কুলে অভিভাবকদের বিক্ষোভ হয়। শনিবার মহকুমাশাসক (রায়গঞ্জ) নীতেশ ঢালি-সহ প্রশাসনের কর্তারা স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করে র্যাগিংয়ের অভিযোগ রুখতে স্কুল কর্তৃপক্ষকে একাধিক প্রস্তাব দেন।
অধ্যক্ষ অবশ্য বলেন, “স্কুলে র্যাগিংয়ের অভিযোগ ভিত্তিহীন।” তবে তিনি জানান, ভবিষ্যতে যাতে র্যাগিংয়ের অভিযোগ না ওঠে সে জন্য প্রশাসন ও অভিভাবকদের প্রস্তাব অনুযায়ী, স্কুল চত্বরে একাধিক ‘ক্লোজড সার্কিট ক্যামেরা’ বসানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। তা ছাড়া, প্রতি মাসে অভিভাবকদের সঙ্গে বৈঠক করা, পড়ুয়াদের নিয়মিত ‘কাউন্সেলিং’ করানো, আচমকা বিভিন্ন ক্লাসঘর ও শৌচাগার পরিদর্শন করা এবং পড়ুয়াদের স্কুলব্যাগে তল্লাশি বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ দিন স্কুলের বাইরে অপেক্ষারত অভিভাবকদের একাংশ জানান, স্কুল কর্তৃপক্ষ দ্রুত ওই সব ব্যবস্থা কার্যকর না করলে তাঁরা বড় মাপের আন্দোলনে নামবেন। |
|
|
|
|
|