টুকরো খবর |
মাল্যদানে বাধা, বিতর্ক সিপিএমে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সুকুমার সেনগুপ্তের মূর্তিতে মালা দেওয়া নিয়ে তরজায় জড়িয়ে পড়ল সিপিএম- তৃণমূল। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রাম, গণসংগ্রামের অন্যতম অগ্রপথিক ছিলেন সুকুমারবাবু। ১৯৯৩ সালের ১৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। সোমবার ছিল তাঁর মৃত্যুবার্ষিকী। এদিকে, ‘সুকুমার সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি’র উদ্যোগে বছর কয়েক আগে কেশপুরে কলেজ গড়ে ওঠে। কলেজটির নামও রাখা হয় প্রয়াত এই নেতার নামে। সিপিএমের অভিযোগ, অনান্য বছরের মতো এদিন ওই স্মৃতি রক্ষা কমিটির কয়েকজন কেশপুর কলেজে ঢুকে সুকুমার সেনগুপ্তের মূর্তিতে মালা দিতে চেয়েছিলেন। কিন্তু, তৃণমূল নেতাদের আপত্তিতে তা হয়ে ওঠেনি। তাঁরা জানিয়ে দেন, এ সব চলবে না। অথচ, এ ক্ষেত্রে কলেজ অধ্যক্ষ অনুমতি দিয়েছিলেন। দলের জেলা সম্পাদক দীপক সরকারের নালিশ, “অধ্যক্ষ অনুমতি দেন। কিন্তু, অধ্যক্ষের উপর যে মহাধ্যক্ষ আছেন, তিনি আপত্তি করেন। জানান, এ সব চলবে না। ফলে, কমিটির সদস্যরা এদিন কলেজে গিয়ে মূর্তিতে মাল্যদান করতে পারেননি।” তৃণমূল অবশ্য এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে। কেশপুর কলেজ পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন তৃণমূল নেতা চিত্ত গড়াই। চিত্তবাবু বলেন, “ভিত্তিহীন অভিযোগ। কমিটি জানিয়ে ছিল, সকাল ৮ থেকে ৯টার মধ্যে এসে কয়েকজন মালা দেবেন। ওই সময়ের মধ্যে কলেজে কেউ আসেননি। কলেজ কর্তৃপক্ষ অবশ্য দিনটি যথাযথ ভাবেই পালন করেছেন। মূর্তিতে মালা দিয়ে সুকুমার সেনগুপ্তকে শ্রদ্ধা জানিয়েছেন।” কেশপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশান্তকুমার দোলুই এ দিন জেলার বাইরে ছিলেন। তিনি বলেন, “কলেজে অনভিপ্রেত কিছপ ঘটনা ঘটেছে বলে জানা নেই।”
|
বেতন না পেয়ে ক্ষোভ শিক্ষকদের |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
স্যালারি অ্যাকাউন্ট খোলার ঝামেলায় পূর্ব মেদিনীপুরের বেশ কিছু স্কুলের শিক্ষক-শিক্ষিকারা গত অগস্ট মাসের বেতন এখনও পাননি। দ্রুত বেতন দেওয়ার দাবিতে সোমবার বিকেলে তমলুকে জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল মাধ্যমিক এসইউসি প্রভাবিত মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। এখন থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের অ্যাকাউন্টের পরিবর্তে প্রতি মাসের বেতনের টাকা শিক্ষক-শিক্ষিকাদের স্যালারি অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। রাজ্যের অন্য জেলার সঙ্গে কাঁথি এলাকার শিক্ষক-শিক্ষিকারা ইতিমধ্যে এই পদ্ধতিতে অগস্ট মাসের বেতন পেলেও তমলুক ও হলদিয়া মহকুমার বহু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা গত অগস্ট মাসের বেতন এখনও পাননি। এসইউসি প্রভাবিত মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির জেলা সম্পাদক তপন জানার অভিযোগ, “জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের গাফিলতিতেই এই পরিস্থিতি হয়েছে।” ভারপ্রাপ্ত জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দীনবন্ধু নন্দীগ্রামী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘ নতুন ব্যবস্থা চালুর জন্য চলতি মাসে কিছুটা সময় লেগেছে। মঙ্গলবারের মধ্যে বাকিরাও বেতন পেয়ে যাবেন।”
|
গাড়ি পাচার চক্রে ধৃত ৬ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
আন্তঃরাজ্য চোরাই গাড়ি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৬ যুবককে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। রবিবার রাতে ঝাড়গ্রামের লোধাশুলির জঙ্গল লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে ওই ৬ জনকে ধরা হয়। ধৃত সৌগত অধিকারী, রাজুরঞ্জন সিংহ, মনোরঞ্জন বারিক ও কাঞ্চন বেরার বাড়ি ঝাড়গ্রাম শহরে। বাকি দুই ধৃত নীলকান্ত রানা ও সত্যশঙ্কর রানার বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায়। পুলিশের দাবি, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ লোধাশুলির জঙ্গলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দু’টি গাড়ির নম্বর প্লেট পাল্টাচ্ছিল অভিযুক্তেরা। ওই সময় পুলিশের টহলদার গাড়ি সেখানে চলে আসে। ওই যুবকদের দেখে পুলিশের সন্দেহ হয়। ওই যুবকদের পুলিশ আটক করে গাড়ির কাগজপত্র দেখতে চায়। ধৃতেরা গাড়ি দু’টির কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিশের দাবি। দু’টি গাড়িই আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, একটি গাড়ি ওড়িশার। অন্যটি এ রাজ্যের। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে তারা চোরাই গাড়ির পাচার ব্যবসা চালাচ্ছিল। সোমবার ধৃতদের ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হয়। ৬ জনকেই ৬ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
|
পঞ্চায়েত নিয়ে প্রশিক্ষণ দিঘায় |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি ও এগরা মহকুমার ১৩টি পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিদের পঞ্চায়েতের আইনকানুন ও নিয়মপদ্ধতি জানাতে দিঘায় শুরু হয়েছে এক আবাসিক প্রশিক্ষণ শিবির। পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে এবং রামনগর-১ ব্লকের ব্যবস্থাপনায় ৫ দিন ব্যাপী এই শিবিরের প্রথম দিন, শনিবার কাঁথির মহকুমাশাসক সরিৎ ভট্টাচার্য ও রামনগর-১ এর বিডিও তমোজিৎ চক্রবর্তী প্রশিক্ষণ দেন। তমোজিৎ বলেন, ‘‘পঞ্চায়েতের বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন প্রকল্প ও পরিষেবামূলক প্রকল্পগুলির স্বচ্ছ ও দ্রুত রূপায়ণ, বিভিন্ন প্রকল্পের নিয়মকানুন সম্পর্কে জানাতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে।”
|
দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
সোমবার ঘাটাল শহরের রামচন্দ্রপুরের একটি জলাশয় থেকে পচাগলা এক মৃতদেহ উদ্ধার করল পুলিশ। অজ্ঞাতপরিচয় ওই ব্যাক্তির বয়স আনুমানিক ৪০। পুলিশের অনুমান, বন্যার সময় সম্ভবত দেহটি ভেসে রামচন্দ্রপুরের ওই জলাশয়ে আটকে যায়। জল কমতেই দেহটি ভেসে উঠেছে। ময়নাতদন্তের জন্য দেহটি ঘাটাল হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ।
|
হিন্দি দিবস পালন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মেদিনীপুর আঞ্চলিক কার্যালয়ে ‘হিন্দি দিবস’ পালিত হল শনিবার। অনুষ্ঠানের সূচনা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর বার্তা পাঠের মধ্য দিয়ে। তারপর হিন্দি কবিতা পাঠ ও বক্তৃতা হয়। হিন্দি প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের হাতে এদিনই শংসাপত্রও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ব্যাঙ্কের বিভিন্ন শাখার কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়ার ম্যানেজার বিকর্তন চাঁদ।
|
যুব কনভেনশন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন সারা ‘ভারত যুব লিগে’র জেলা কনভেনশন হয়ে গেল সোমবার। মেদিনীপুরে দলের পশ্চিম মেদিনীপুর জেলা অফিসে এই অনুষ্ঠানে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ফিরোজ আহমেদ। কনভেনশনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, বেকারদের চাকরি না দিয়ে অবসরপ্রাপ্তদের নিয়োগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার প্রস্তাব গৃহীত হয়। ২১ জনের কমিটিও গড়া হয় এ দিন।
|
নতুন মহকুমাশাসক |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
সোমবার ঝাড়গ্রামের নতুন মহকুমাশাসক এলেন এস অরুণ প্রসাদ। ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের আইএএস অফিসার অরুণবাবু বাঁকুড়ার ছাতনায় বিডিও হিসেবে প্রোবেশনে ছিলেন। ঝাড়গ্রামের পূর্বতন মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায় উন্নীত হয়েছেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) পদে।
|
নন্দকুমারে ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দকুমার স্পোর্টস অ্যাকাডেমি কাপ-২০১৩ শুরু হল। নন্দকুমার হাইস্কুল ময়দানে সোমবার বিকেলে এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন দুই অধিনায়ক মইদুল ইসলাম ও অলক মুখোপাধ্যায়, বিধায়ক সুকুমার দে। এদিন উদ্বোধনী খেলায় নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচার্যাল সেন্টার ট্রাইবেকারে ৪-৩ গোলে হারায় মহিষাদলের কসমস ক্লাবকে। নন্দকুমার স্পোর্টস অ্যাকাডেমির সম্পাদক প্রদীপ কুইতি জানান, নকআউট এই ফুটবল প্রতিযোগিতায় কলকাতা ও জেলার মিলিয়ে আটটি দল যোগ দিচ্ছে।
|
জালিয়াতি, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
প্রতারণা ও জালিয়াতির অভিযোগে এগরা ২ ব্লকের বাথুয়াড়ি পঞ্চায়েতের কুম্ভধরবাড় গ্রামের পল্টু খাটুয়া নামে এক জনকে গ্রেফতার করল পুলিশ। মূলত জাল শংসাপত্র ও জাল স্ট্যাম্প বানিয়ে বিক্রি করতেন তিনি। মাস ছয়েক আগে বাথুয়াড়ি পঞ্চায়েতের প্রধান এই নিয়ে থানায় অভিযোগ করেন।
|
প্রহৃত ব্যাঙ্ক ম্যানেজার
|
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ঋণ আদায়ের জন্য তাগাদা দেওয়ায় ব্যাঙ্ক ম্যানেজারকে মারধরের অভিযোগ উঠল আঁউরাই পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ইন্দুভূষণ গিরির বিরুদ্ধে। সোমবার সকাল থেকে ম্যানেজার স্বপন মহান্তিকে আটকে মারধর করে তৃণমূলের লোকজন। সন্ধ্যায় পুলিশ এলে তারা পালায়।
|
বিদ্যুৎ বিক্ষোভ গ্রাহকদের |
বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদ সহ বেশ কিছু দাবিতে সোমবার বিদ্যুৎ দফতরের মেদিনীপুর কাস্টমার কেয়ার সেন্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি করে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির মেদিনীপুর শহর কমিটি। নেতৃত্ব দেন সমিতির শহর সভাপতি শ্যামল দাস, বিরতি দে, দিলীপ দাস প্রমুখ। সমিতির বক্তব্য, বর্দ্ধিত মাশুল আদায়ের কৌশলে বিদ্যুৎ কোম্পানিগুলোর মুনাফা লোটার ব্যবস্থা করা হচ্ছে। সরকার জনবিরোধী নীতি নিয়ে চলছে। আন্দোলনই পারে এই নীতির পরিবর্তন করতে।
|
কন্যাশ্রী প্রকল্প |
|
ছবি: কৌশিক মিশ্র। |
১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে কন্যাশ্রী প্রকল্প। এখন চলছে তারই প্রস্তুতির কাজ। সোমবার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের উদ্যোগে এগরার পানিপারুল মুক্তেশ্বর বিদ্যালয়ের ২৮২ জন ছাত্রীর হাতে তুলে দেওয়া হল সেভিংস অ্যাকাউন্টের পাশবই। অনুষ্ঠানে ছাত্রীদের ব্যাঙ্কে টাকা রাখার প্রয়োজনীয়তার কথাও বোঝানো হয়। |
|