|
|
|
|
রাজ্যে শিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রাক্তন শিল্পমন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্যে শিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। তাঁর কথায়, “আমাদের রাজ্যে সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে, যে ঐতিহ্য সৃষ্টি করছে, তাতে রাজ্যে বড় বিনিয়োগ আসা কঠিন।” তিনি বলেন, “রঘুনাথপুরে কোনও সমস্যা ছিল না। জমির মালিকদের সঙ্গে আলোচনা করে, সর্বসম্মতিক্রমে জমি অধিগ্রহন করা হয়। এখন যে ঘটনা ঘটছে, তা দুর্ভাগ্যের।” প্রাক্তন শিল্পমন্ত্রী আরও বলেন, “শালবনিতে কেন জিন্দলদের প্রকল্পের কাজ এগোচ্ছে না, তা রাজ্য সরকারই ভাল বলতে পারবে।” |
|
সভায় নিরুপম সেন। —নিজস্ব চিত্র। |
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের উদ্যোগে ছিল ‘সুকুমার সেনগুপ্ত স্মারক বক্তৃতা’। ‘পশ্চিমবাংলায় গণতন্ত্র রক্ষার সংগ্রাম’ শীর্ষক আলোচনায় প্রধান বক্তা ছিলেন প্রাক্তন শিল্পমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য নিরুপমবাবু। রাজ্যকে সমাজবিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “আমরা আগেই বলেছিলাম, এই পরিবর্তন মানুষের পক্ষে ভাল হবে না। মানুষ বিশ্বাস করেননি। তবে, এখন মানুষ ক্রমশ উপলব্ধি করছেন।” সারদা-কাণ্ড থেকে শিক্ষাঙ্গনে নৈরাজ্য প্রতিটি প্রসঙ্গেই বর্তমান তৃণমূল সরকারের সমালোচনা করেন তিনি। শিক্ষা ক্ষেত্রে সত্তরের দশক ফিরে আসছে বলেও মন্তব্য করেন তিনি। সভায় ছিলেন দলের সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার। তিনিও বলেন, “চারদিকে যে ভয়ঙ্কর প্রবণতা দেখা যাচ্ছে, নীতিগত প্রশ্নে দ্বিচারিতা দেখা যাচ্ছে, তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হওয়া দরকার।” |
|
|
|
|
|