পঞ্চায়েতে ঢুকতে বাধা বাম সদস্যদের |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
গ্রাম পঞ্চায়েতের অফিসে ঢুকতে তৃণমূল সমর্থকরা বাধা ও হুমকি দিচ্ছেএই অভিযোগ জানিয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কাছে নিরাপত্তার আর্জি জানালেন তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট সদস্যরা। সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের অফিসে স্মারকলিপি দিতে আসেন ওই গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান নুন্নেহার বেগম-সহ পঞ্চায়েতের ১১ জন বামফ্রন্ট সদস্য। |
|
স্মারকলিপি হাতে। —নিজস্ব চিত্র। |
তাঁরা জেলাশাসকের কাছে স্মারকলিপি দিয়ে অভিযোগ করেন, ‘‘প্রতিদিন পঞ্চায়েত অফিসের প্রবেশ পথে দাঁড়িয়ে থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের বাধা ও হুমকি দিচ্ছে। এর ফলে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি।” জেলা শাসকের কাছে আগামী বুধবার পঞ্চায়েতের উপ-সমিতি গঠনের দিন উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানান পঞ্চায়েত সদস্যরা। উল্লেখ্য, ১৭ সদস্য বিশিষ্ট শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতে এ বার বামফ্রন্টের ১১ জন ও তৃণমূলের ৬ জন সদস্য রয়েছেন। বামেদের অভিযোগ উড়িয়ে শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা ব্লক তৃণমূল সভাপতি বিভাস কর বলেন, “পঞ্চায়েতের কাজে বাধা দেওয়ার বিষয়ে কোনও অভিযোগ আসেনি আমার কানে। সিপিএমের লোকজন পুরনো অভ্যাস মতো আমাদের দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।” |
|