মিষ্টি-ফুলে প্রতিবাদ ছাত্রদের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রথম কোনও রাষ্ট্রপতি এলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তাঁকে সামনে থেকে দেখতে পেলেন না অধিকাংশ পড়ুয়া। সোমবার ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে ফুল-মিষ্টি নিয়ে বিক্ষোভ দেখান। টিএমসিরির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “আমরা অনুষ্ঠানে বিঘ্ন চাইনি। তাই আগে বা অনুষ্ঠানের দিন বিক্ষোভ দেখাইনি।”
রবিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এসেছিলেন ‘বিদ্যাসাগর স্মারক বক্তৃতা’ দিতে। বীরেন্দ্রনাথ শাসমল হলে লটারির মাধ্যমে মাত্র ৭ জন ছাত্র অনুষ্ঠান দেখার অনুমতি পেয়েছিলেন। বাইরে জায়েন্ট স্ক্রিনে অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা থাকলেও ৩০০ জন পড়ুয়া তা দেখতে পেয়েছেন। অথচ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী প্রায় ৩ হাজার। অনুমতি মিলেছিল। রবিবারই খোলা চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ছাত্রছাত্রীরা। |
|
নীরব প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের।— নিজস্ব চিত্র। |
ক্ষোভ আরও বাড়ে সভাগৃহে বেশ কিছু আসন ফাঁকা পড়ে থাকায়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, লটারির কথা জেনে বিড়ম্বনায় পড়ার আশঙ্কায় অনেক আমন্ত্রিত আসেননি।
এ দিন টিএমসিপির নেতৃত্বে পড়ুয়ারা মিষ্টি ও ফুল নিয়ে ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার জয়ন্ত কিশোর কুণ্ডু, পরীক্ষা নিয়ামক, উপ-পরীক্ষা নিয়ামক, ডেপুটি রেজিস্ট্রার-সহ অনেকের কাছে যানয় মিষ্টিমুখ করিয়ে ফুল দিয়ে প্রতিবাদ জানান। যে পদাধিকারীরা ছিলেন না, তাঁদের টেবিলে ফুল ও মিষ্টি রেখে দেওয়া হয়। তারপর বিশ্ববিদ্যালয় চত্বরে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে মৌন মিছিল করেন ছাত্রছাত্রীরা।
|
পুরনো খবর: ঘাটালে এসে অতীতে ফিরলেন রাষ্ট্রপতি |
|