টুকরো খবর |
শহরে উড়বে ভোটের ঘুড়ি
নিজস্ব সংবাদদাতা |
|
ঘুড়িতে যৌন নিগ্রহ রোখার ডাক। বিশ্বকর্মা পুজোর আগের
দিনে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগ। ছবি: রণজিত্ নন্দী। |
‘চলো নাম তুলি, দেশ গড়ি’ এ রকমই স্লোগান লেখা সাদা ঘুড়ি আজ, বিশ্বকর্মা পুজোর দিনে উড়বে শহরময়। সেই ঘুড়ি হবে প্রায় চার বর্গফুটের। এই ঘুড়ি ওড়ানোর লক্ষ্য ভোটদানের অধিকার সম্পর্কে সাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলা। ‘কলকাতার শ্রেষ্ঠ আধার, সর্বজনীন ভোটাধিকার’ থাকবে এমন কিছু স্লোগানও। সোমবার নির্বাচন দফতরে চলেছে ঘুড়ি ওড়ানোর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘুড়িগুলোর নীচে ইংরেজি ও হিন্দিতে লেখা থাকবে নির্বাচন কমিশনের নামও। দেশবন্ধু পার্ক, মানিকতলা, মুরারিপুকুর, নিউ টাউনের ইকো পার্ক, জেশপ ভবনের ছাদ থেকে আজ, মঙ্গলবার ওড়ানো হবে ওই ঘুড়িগুলো।
|
একটি মামলায় জামিন সুদীপ্তের |
জমি কেলেঙ্কারির দ্বিতীয় মামলাটিতেও সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে জামিন দিল আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত। বিষ্ণুপুর এলাকায় জমি কিনতে চেয়ে সুলতা সিংহ নামে এক মহিলা বেহালায় সুদীপ্তের সারদা গার্ডেন্স সংস্থাকে এক লক্ষ এক হাজার ৫৬২ টাকা দেন। কিন্তু তিনি জমি পাননি, টাকাও পাননি। ওই মহিলা প্রতারণার অভিযোগ জানান। এই ঘটনায় জামিন হলেও অন্যান্য মামলায় সারদা-কর্তাকে হাজতেই থাকতে হবে।
|
শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ২ |
ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার হল দুই ব্যক্তি। রবিবার রাতে, মনোহর পুকুর এলাকা থেকে। ধৃত কৌশিক সাঁতরার বাড়ি হাজরা রোডে এবং জগন্নাথ অধিকারীর বাড়ি মনোহর পুকুর রোডে। শুক্রবার গণেশ পুজোর বিসর্জন দিয়ে ফেরার পথে মতিলাল নেহরু রোডে এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে লেক থানা এলাকার দু’টি পাড়ার মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে গিয়ে উত্তেজিত জনতার ছোড়া ইট, পাথরে জখম হয় পুলিশও। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ধৃতরা সেদিনের ঘটনায় যুক্ত। তাদের জেরা করে বাকি অভিযুক্তদের নাম জানার চেষ্টা চলছে।
|
ঝুলন্ত দেহ উদ্ধার |
ঘরের দরজা ভেঙে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার রাতে, যাদবপুরের আজাদগড়ে। মৃতের নাম শিখা চক্রবর্তী (৫৫)। তাঁর ঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়েরা পুলিশে খবর দেন। তদন্তে পুলিশ জেনেছে, কিছু দিন আগেই মৃত্যু হয়েছে তাঁর। একা থাকতেন তিনি। দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
|
‘শ্লীলতাহানি’, ধৃত |
শ্লীলতাহানি ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। রবিবার, নারকেলডাঙা থানার কসাই বস্তি থেকে। ধৃত মহম্মদ ইসমাইল ওরফে পাপ্পু ওই বস্তিরই বাসিন্দা। পুলিশ জানায়, ওই দিন ভোরে এলাকারই এক নাবালিকার শ্লীলতাহানি করে। মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার। তার কাছ থেকে মিলেছে দু’টি আগ্নেয়াস্ত্র।
|
বাস দুর্ঘটনা, জখম |
দু’টি বাসের মধ্যে রেষারেষিতে জখম হলেন একটি বাসের কিছু যাত্রী। সোমবার, ব্যারাকপুর-বারাসত রোডে। পুলিশ জানায়, দু’টি বেসরকারি বাস রেষারেষি করতে গিয়ে এই দুর্ঘটনা। অভিযোগ, যাত্রীরা বহু বার বারণ করলেও চালক শোনেননি। বাস ফেলে পালিয়ে যান চালক ও কন্ডাক্টর। পুলিশ বাস দু’টিকে আটক করেছে। চালক ও কন্ডাক্টরের খোঁজ চলছে।
|
অস্ত্র-সহ গ্রেফতার |
|
বেআইনি অস্ত্র-সহ তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুরে, তিলজলা থানা এলাকা থেকে। ধৃতদের নাম প্রদীপ ভগত, আসফাক আলম ও আখতার হোসেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা তপসিয়া ও কুষ্টিয়া এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে গুলি-সহ দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
|
বিপদ কাটেনি ধর্ষিত শিশুর |
তপসিয়ায় শিশু-ধর্ষণের ঘটনায় ধৃত মহম্মদ ইমতিয়াজকে ন’দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। রবিবার রাতের ওই ঘটনার পরে শিশুটিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা সোমবার জানান, অস্ত্রোপচার করা হলেও শিশুটির বিপদ এখনও কাটেনি। এক শিশু-চিকিৎসক এবং অন্য কয়েক জন চিকিৎসককে নিয়ে মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে।
পুরনো খবর: শিশুকে ধর্ষণ তপসিয়ায় |
ঝুলন্ত দেহ |
এসএসকেএম হাসপাতালের কর্মী আবাসনে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম রাজীব মল্লিক (২০)। সোমবার সন্ধ্যায় তাঁকে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাজীব মাদকাসক্ত ছিলেন। পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। |
|