বোনের শ্লীলতাহানি রুখতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে তিন দাদা গুরুতর আহত হওয়ার পরে রবিবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে পথে নেমেছিল তপসিয়া। তার কয়েক ঘণ্টা পরেই ছ’বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা ঘটল সেখানকার এক বহুতলে।
পুলিশ জানায়, শিশুটি বহুতলের নীচে খেলছিল। অভিযোগ, রাত ৯টা নাগাদ মহম্মদ ইমতিয়াজ নামে এক যুবক টিভি দেখানোর নাম করে তাকে ডেকে নিয়ে যায়। তার পরে মেয়েটিকে ছাদে নিয়ে গিয়ে সে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করে শিশুটির পরিবারের লোকজন জানান, মেয়ের চিৎকার শুনে তাঁরা এবং বহুতলের অন্য বাসিন্দারা দৌড়ে ছাদে যান। দেখেন, গুরুতর জখম অবস্থায় মেয়েটি পড়ে আছে। বাসিন্দাদের দেখে পালাতে গিয়ে ধরা পড়ে যায় অভিযুক্ত যুবক। শুরু হয় মারধর। পরে জখম অবস্থায় তাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। সেখানে শিশুটিও ভর্তি আছে। সুপার জানান, তার অবস্থা সঙ্কটজনক।
|
দুষ্কৃতীর চপারের আঘাতে জখম হয়েছেন এক ব্যক্তি। বাধা দিতে এসে প্রহৃত হয়েছেন আরও তিন জন। তবে কারওর আঘাত গুরুতর নয় বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চিৎপুর থানা এলাকার কাশীপুর রোডে। সাহেব দাস নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে সাহেব দাসের সঙ্গে তার প্রতিবেশী অসিত দাসের বচসা বাধে। অভিযোগ, বচসা চলাকালীন সাহেব অসিতকে চপার দিয়ে আঘাত করে। অসিতের চিৎকারে তার পরিবারের সদস্যরা ছুটে এলে সাহেব তাঁদেরও আঘাত করে বলে অভিযোগ। ওই রাতেই পুলিশ গ্রেফতার করে সাহেবকে।
|
এক সপ্তাহেও নিখোঁজ ছাত্রের খোঁজ না-মেলায় রবিবার বেলেঘাটার একটি স্কুলের ছাত্রাবাসে বিক্ষোভ দেখান বাসিন্দারা। শান্তনু মণ্ডল নামে ওই ছাত্র ৯ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। ওই স্কুলের কেয়ারটেকার-সহ তিন জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ছাত্রাবাসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেই এক দল বাসিন্দা ছাত্রাবাসে ঢোকেন। জনতা এক ছাত্রকে মারধরও করে বলে অভিযোগ। বাসিন্দাদের দাবিতে একটি পুকুরে তল্লাশি চালিয়েও কিছু পায়নি বিপর্যয় মোকাবিলা বাহিনী।
|
সেন্ট জেভিয়ার্স কলেজের পিছনে শর্ট স্ট্রিটে একটি মন্তেসরি স্কুলে রবিবার ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। রাতে স্কুল-কর্তৃপক্ষ শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন। স্কুলের কেয়ারটেকার সাফেক আহমেদ জানান, বিকেলে এক দল যুবক স্কুলে হামলা চালায়, কর্মীদের মারধর করে। স্কুল-মালিকের রিভলভার কেড়ে নিয়ে গেটে তালা লাগিয়ে তারা চলে যায়। |