চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে অংশ নেওয়ার সবুজ সঙ্কেত পেয়ে রবিবার চণ্ডীগড়ে পৌঁছল পাকিস্তানের টিম ফয়সালাবাদ উলভস। কিন্তু চণ্ডীগড়ের ভিসা না থাকায়, শহরে থাকতে পারল না মিসবা উল হকের টিম। তাদের যেতে হল মোহালিতে। মিসবা যদিও দলের সঙ্গে এ দিন আসেননি। সোমবার তিনি দলে যোগ দিতে পারেন।
পঞ্জাব ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব জি সি ওয়ালিয়া এই ব্যাপারে বলেন, “মোহালি যাওয়ার আগে টিমটাকে কিছুটা সময় দেওয়ার অনুরোধ করেছিলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পরে সেই অনুমতি মিলেছে। আমরা বোর্ডের সঙ্গেও যোগাযোগ করেছি। বোর্ড ব্যাপারটা বিদেশ মন্ত্রক আর স্বরাষ্ট্র দফতরের নজরে এনেছে। এখন এই টিমটার চণ্ডীগড়ে থাকার অনুমতি মেলার চেষ্টা চলছে। আশা করছি সোমবারের মধ্যে সমস্যা মিটে যাবে।”
কিন্তু চণ্ডীগড়ের ভিসা ছিল না কেন ফয়সালাবাদ উলভসের? দলের কোচ নাভিদ অঞ্জুম বলেন, “এই ব্যাপারে আমি কিছু বলতে পারব না। এটুকুই বলতে পারি সমস্যা মেটানোর চেষ্টা চলছে।” তবে মোহালি যাওয়ার আগে বিকেলে প্র্যাক্টিস সেশন আর সাংবাদিক বৈঠক করে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন টিম। দলের ক্রিকেটার মহম্মদ সলমান বলেন, “আমরা দু’সপ্তাহ আগে থেকেই এই টুর্নামেন্টে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছি। প্রাথমিক প্রস্তুতি নিয়েছি ফয়সালাবাদেই। এর পর লাহৌরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফ্লাড লাইটেও প্র্যাক্টিস করেছি।”
ভারতে আসার ভিসা পাওয়ার ব্যাপ্যারে আত্মবিশ্বাসী ছিলেন? প্রশ্ন শুনে সলমান বলেন, “চ্যাম্পিয়ন্স লিগে খেলার আত্মবিশ্বাসটা ছিল।” পাশাপাশি মিসবার অধিনায়কত্ব নিয়ে কোচ অঞ্জুম বলেন, “পাকিস্তান টি-টোয়েন্টিতে ১৫টা ম্যাচ খেলেছি। তার মধ্যে আমরা ১৪টা জিতেছি। ফাইনালও। খুব ভাল ফর্মে রয়েছে মিসবা। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও ওর ভূমিকা কিন্তু অসাধারণ।” |