বিরাট কোহলি ও রোহিত শর্মার পর শিখর ধবন ক্যাপ্টেনদের তরুণ ব্রিগেডে নতুন সদস্য। আইপিএলে বেঙ্গালুরুর দলকে নেতৃত্ব দিয়েছেন কোহলি, মুম্বই ইন্ডিয়ান্সকে রোহিত। তাঁদের মতো হায়দরাবাদ সানরাইজার্স দলের নেতার মুকুট এবার চড়ল ধবনের শিখরে। ডেল স্টেইনের মতো তারকাকে নেতৃত্ব দেওয়ার নতুন দায়িত্ব নিয়ে শিখর ধবন যে একেবারে ‘কুল’, তা সাফ জানিয়ে এ দিন বলেন, “আমার মধ্যে দু’রকম গুণই পাবেন। আমি যেমন ঠান্ডা, তেমন আগ্রাসনও আছে। কিন্তু তা ভিতরে ভিতরে। আর বাইরে থেকে আমি ঠান্ডা।” |
স্টেইনের ক্যাপ্টেন হওয়া নিয়েও চিন্তায় নেই ধবন, “স্টেইনের মতো পেশাদারের ক্যাপ্টেন হওয়াটা সোজা। ওদের আলাদা করে কিছু শেখাতে হয় না। ওদের কাছে বরং বেশি সাহায্য পাব।” ভারতীয় ক্যাপ্টেনদের এই তরুণ ব্রিগেডকে নিয়ে ধবন বলেন, “আমরা প্রত্যেকেই অনেক দিন ধরে আইপিএলে খেলছি। সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়ে। আমার মনে হয় এই পরিবর্তনটা দরকার। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার এই নতুন দায়িত্বটা আমাদের পক্ষে ভাল।”
চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা প্লেয়ার নির্বাচিত হওয়ার পর যে আত্মবিশ্বাস পেয়েছেন, তা কাজে লাগিয়ে পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখতে চান শিখর। বললেন, “কেরিয়ারের শুরুতেই প্রচুর রান পেয়ে গেলে তা এক লাফে অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। শুরুতেই বেশি নার্ভাস লাগে। আমাকেও শুরুর ফর্ম বজায় রাখতে হবে।” |