সহবাগ, গম্ভীরদের ভারতীয় দলে ফেরার রাস্তা করে দিয়ে নির্বাচকরা তাঁকে বড় পরীক্ষার সামনে ফেলে দিলেও এই ‘চ্যালেঞ্জ’ নিয়ে বেশি ভাবতে রাজি নন শিখর ধবন। সামনে পরপর বেশ কয়েকটি বিদেশ সফর। এ কথা মাথায় রেখে এখন অনুশীলনে মগ্ন ভারতীয় দলের এই তরুণ ওপেনার।
সামনে বড় পরীক্ষা নিয়ে শিখরের বক্তব্য, “পরীক্ষা সব সময়ই। বিভিন্ন লোকে বিভিন্ন ভাবে একে নেয়। আমি শুধু নিজের পারফরম্যান্সটা ভাল করতে চাই।” নিজের টেকনিক ও আত্মবিশ্বাসের ওপর যথেষ্ট আস্থা রয়েছে শিখরের। মঙ্গলবার দিল্লিতে এক অনুষ্ঠানের ফাঁকে বললেন, “টেকনিকের ব্যাপারে কখনো আপস করি না। এটাই আমাকে ধারাবাহিকতা ও মানসিক শক্তি বজায় রাখতে সাহায্য করে। তাই আত্মবিশ্বাসটা রাখতে পারি। আশা করি ভবিষ্যতেও এ ভাবেই এগিয়ে যেতে পারব।” |
সামনেই যে পরপর বিদেশ সফর। তাই বাড়তি চাপও হয়তো রয়েছে। কিন্তু সেটা কিছুতেই বুঝতে দিতে চান না। বলছেন, “দক্ষিণ আফ্রিকায় (‘এ’ দলের সফরে) তো আমরা পরিবেশ থেকে সুবিধাই পেয়েছি। কিছু উইকেটে অবশ্য খেলা বেশ সুবিধাজনক ছিল। কিন্তু ব্যাপারটা অত সোজা নয়। সেই উইকেটগুলোর বাউন্স ও সেখানকার হাওয়ার গতিবিধি বুঝতে হয়েছে আমাদের। সেই মতো নিজেদের ব্যাটিং স্টাইল বদলাতে হয়েছে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়েতে সম্প্রতি আমরা ভালই খেলেছি। সুতরাং, আসন্ন বিদেশ সফরে আমরা, তরুণ ক্রিকেটাররা, আশা করি, ভাল ফর্মেই থাকব।” |