আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের অনুরোধে শেষ পর্যন্ত বরফ গলল। আজ বুধবার এরিয়ানের বিরুদ্ধে দল নামাতে রাজি হলেন মহমেডান কর্তারা। তবে মঙ্গলবার রেফারি রঞ্জিত বক্সির বিরুদ্ধে অশালীন ইঙ্গিতের অভিযোগ এনে নতুন করে চাঞ্চল্য তৈরি করল মহমেডান।
এ দিন মহমেডান সভাপতি সুলতান আহমেদের অফিসে বৈঠকে বসেছিলেন ক্লাবের শীর্ষস্থানীয় কর্তারা। সেই সভায় মহমেডান-ভবানীপুর ম্যাচের ভিডিও ফুটেজ চালিয়ে দেখার পরই কর্তাদের চাঞ্চল্যকর অভিযোগ, “ম্যাচের ৭৬ মিনিটে মহমেডান ফুটবলারদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করেছেন রেফারি।” পুরো বিষয়টি জানিয়ে আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়কে ফোন করেন কর্তারা। উৎপলবাবু আশ্বাস দেন, “রেফারি দোষী প্রমাণিত হলে কড়া শাস্তি পাবেন।” সচিবের আশ্বাসের পরই সুর নরম করেন সাদা-কালো কর্তারা। তবে তাঁরা বিতর্কিত ভিডিও ফুটেজ-সহ একটি প্রতিবাদ পত্র পাঠাচ্ছে আইএফএ-র কাছে। মহমেডানের সভাপতি সুলতান আহমেদ অবশ্য বলে দেন, “ভবিষ্যতে রেফারিং নিয়ে যদি আর কোনও সমস্যা হয়, তবে আমরা কঠোর পদক্ষেপ নেব।” উল্লেখ্য, সোমবার ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচ ড্র করার পর রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিল মহমেডান। এমনকী কলকাতা লিগ না খেলারও হুমকি দেওয়া হয়েছিল। এরিয়ানের বিরুদ্ধে টোলগে-পেন জুটি খেলার সম্ভাবনা বেশি। মহমেডানের ব্রাজিলীয় স্টপার লুসিয়ানোর কার্ড সমস্যা রয়েছে। অন্যদিকে, হালকা চোট রয়েছে জোসিমারের।
|