পরের সাফ ভারতে
নিজস্ব সংবাদদাতা • কাঠমান্ডু |
পরের সাফ কাপ ভারতে হবে। তবে ২০১৫-র কাপ ভারতের দিল্লি না অন্য কোথায় হবে তা ঠিক হয়নি। মঙ্গলবার এখানে সাফের কার্যকর কমিটির সভায় ঠিক হয়, জুলাই-অগস্ট বা ডিসেম্বরে হবে পরের সাফ।এ দিনের সভায় প্রস্তাব নেওয়া হয় স্পনসর পাওয়া গেলে সাফ ক্লাব কাপ নামে একটি নতুন টুর্নামেন্ট হবে। সেখানে খেলবে আটটি দেশের চ্যাম্পিয়ন ক্লাব। টুর্নামেন্ট হলে সেটা প্রথম করতে চায় বাংলাদেশ। পরের বছর পাকিস্তানে মেয়েদের সাফ কাপও করার চেষ্টা হচ্ছে।
|
প্রায় পৌনে এক ঘণ্টার অস্ত্রোপচারের পর মেরি কমের পেট থেকে বের হল ছাব্বিশটি পাথরের টুকরো! নাগাড়ে পেটে ব্যথার জন্য সোমবার ডাক্তার দেখিয়েছিলেন অলিম্পিকে পদকজয়ী বক্সার মেরি কম। ‘আলট্রাসাউন্ড’ পরীক্ষায় জানা যায়, তাঁর গলব্লাডারে একাধিক পাথর রয়েছে। সংক্রমণও ছড়িয়েছে সেখানে। দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
|
জাতীয় স্তরে অনুর্ধ্ব ১৪ বছর বয়সীদের আন্তঃবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবে জঙ্গলমহলের এই খুদে ক্রিকেটার ঝাড়গ্রাম শহরের পুষ্পেন্দু পাহাড়ি। শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র পুষ্পেন্দু ঝাড়গ্রামের রঘুনাথ মেমোরিয়াল স্পোর্টিং ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়মিত ক্রিকেট-প্রশিক্ষণ নেয়। সম্প্রতি বারাসাতের সুভাষ ময়দানে ১৬ জন স্কুল পড়ুয়াকে বাংলার টিমের জন্য নির্বাচিত করা হয়। সেই দলেই পুষ্পেন্দু রয়েছে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে হবে জাতীয় স্তরের ওই ক্রিকেট। |