ভারতীয় দলের দরজায় ফেরার রাস্তা খুঁজে পেলেন যুবরাজ সিংহ, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগ ও জাহির খান। অক্টোবরে মাইকেল ক্লার্করা ভারতে এসে পড়ার আগেই এই চার অভিজ্ঞ তারকা মাঠে নেমে পড়ার সুযোগ পাচ্ছেন চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজে। সুযোগ পাচ্ছেন নিজেদের প্রমাণ করে সিনিয়র দলে ফিরে আসার। কিন্তু তাঁদের এই ‘প্রত্যাবর্তনের সিরিজে’ ঠাঁই হল না তারকা স্পিনার হরভজন সিংহের।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ভারতে আসছে এই সপ্তাহে। ১৫ সেপ্টেম্বর থেকে ভারত ‘এ’-র বিরুদ্ধে তাদের তিনটি ওয়ান ডে (১৫, ১৭, ১৯ সেপ্টেম্বর), একটি টি টোয়েন্টি (২১ সেপ্টেম্বর) ও তিনটি চার দিনের ম্যাচ বেঙ্গালুরুতে। বিশাখাপত্তনমে এই সিরিজের দল বাছতে বসে মঙ্গলবার নির্বাচকরা ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক ঘোষণা করলেন যুবরাজকে। যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন না। ঘরোয়া ক্রিকেটের প্রথম টুর্নামেন্ট এন কে পি সালভে চ্যালেঞ্জার ট্রফিতে ভারত নীল দলের ক্যাপ্টেনও তিনি। যুবরাজের এই দলে রাখা হয়েছে ইরফান ও ইউসুফ পাঠান এবং প্রবীণ কুমারকেও। তাঁদের কাছেও এটা প্রত্যাবর্তনের লড়াই। যুবরাজদের ভারতীয় দলে ফেরার সুযোগ করে দেওয়ার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। বেঙ্গালুরুতে এ দিন রাহুল বলেন, “ওদের কাছে এটা ভাল সুযোগ। এর আগে যে হেতু আন্তর্জাতিক স্তরে খেলেছে ওরা, তাই অন্যদের চেয়ে বাড়তি সুবিধা পাবে। ওরা ফিরে আসার জন্য প্রচুর লড়াই করছে। আশা করি, ওদের পারফরম্যান্স দেখে নির্বাচকরা ওদের দলে ফেরাবেন।” গম্ভীর, সহবাগকে অবশ্য রাখা হয়েছে চার দিনের ম্যাচের দলে। সিরিজের দ্বিতীয় (২৫ অক্টোবর) ও তৃতীয় (৯১২ অক্টোবর) ম্যাচে তাঁদের নামতে হবে চেতেশ্বর পূজারার নেতৃত্বে। এই দলেই আছেন জাহির খান। চার দিনের প্রথম ম্যাচের (২৫২৮ সেপ্টেম্বর) দলে থাকা বাংলার পেসার অশোক দিন্দার জায়গায় তিনি থাকবেন বাকি দুই ম্যাচে। বাংলার আর এক পেসার মহম্মদ সামি চার দিনের সব ক’টি ম্যাচেই দলে আছেন। বাংলার স্পিনার ইরেস সাক্সেনা চ্যালেঞ্জারে যুবরাজের দলে আছেন। |