টুকরো খবর
দোষীদের কপালে হয়তো দু’বছরের নির্বাসন
ফুটবলারদের বয়স ভাঁড়ানো-বিতর্কে কড়া পদক্ষেপ নিতে চলেছে আইএফএ। রবিবার আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “আমরা তালিকা বানিয়ে ফেলেছি। সোমবার আরও এক বার খুঁটিয়ে দেখব। সার্টিফিকেটগুলো জাল প্রমাণ হলে শৃঙ্খলারক্ষা কমিটিতে পাঠিয়ে দেব। সেখানেই ঠিক হবে, দোষীদের কী শাস্তি দেওয়া উচিত।” আইএফএ সূত্র থেকে জানা গিয়েছে, অনূর্ধ্ব-১৭ দলের যে সব ফুটবলাররা সার্টিফিকেট জাল করেছেন, তাঁদের এক থেকে দু’বছর নির্বাসনের কথা ভাবছে রাজ্য ফুটবল সংস্থা। দোষীদের কড়া শাস্তি দেওয়ার কথা ভাবলেও, বয়স ভাঁড়ানো কেলেঙ্কারির ধাক্কায় লজ্জার হাত থেকে মুক্তি পাচ্ছে না বাংলা। রাঁচিতে জাতীয় যুব ফুটবল টুর্নামেন্টে (ডা: বিসি রায় ট্রফি) কোনও ভাবেই আর অংশগ্রহণ করতে পারবে না বাংলা দল। মোট ৪৪ জন ফুটবলারের মধ্যে মাত্র ৯ জনের সার্টিফিকেট আসল। বাকি সব জাল। শোনা যাচ্ছে, পুরসভার সার্টিফিকেট নকল করে কোনও বেআইনি চক্রের সহযোগিতায় জাল সার্টিফিকেট তৈরি করা হয়েছে। যদিও গোটা বিষয়টা নিয়ে আরও গভীর ভাবে তদন্ত করা হবে বলে আইএফএ সূত্রের খবর।

পুরনো খবর:

জিতেও ছিটকে গেল ব্যারেটোর ভবানীপুর
এয়ার ইন্ডিয়াকে ৪-৩ গোলে হারিয়েও ডুরান্ড কাপ থেকে ছিটকে গেল ব্যারেটোর ভবানীপুর। গোল পার্থক্যের বিচারে শেষ চারে উঠল ইন্ডিয়ান নেভি। সেমিফাইনালের টিকিট পাকা করতে রবিবার অন্তত তিন গোলে জিততে হত চ্যাপম্যানের দলকে। সেখানে এ দিন ম্যাচে শুরুতে স্নেহাশিসের জোড়া গোলে ২-০ করলেও, ব্যবধানে কমিয়ে ২-১ করে ফেলে এয়ার ইন্ডিয়া। বিরতির পরে অবশ্য আরও দুটো গোল হজম করে ২-৩ গোলে পিছিয়ে পড়েন ব্যারেটোরা। শেষ দিকে মনজিৎ সিংহ ও পেনাল্টিতে ব্যারেটোর একটি গোলে মান রক্ষা হয়। মঙ্গলবার সেমিফাইনালে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে খেলবে ওএনজিসি। সোমবার প্রথম সেমিফাইনালে মহমেডান খেলবে মুম্বই টাইগার্সের বিরুদ্ধে।

সেরা ইস্টবেঙ্গল
রায়কতপাড়া ইয়ং অ্যাসোশিয়েশনের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল অনূর্ধ্ব ১৯ ইস্ট বেঙ্গল দল। রবিবার জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে তারা কালীঘাট মিলন সঙ্ঘকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে। প্রথম এবং দ্বিতীয়ার্ধে দু’টি করে গোল হয়। টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফি পেল সিকিম ইউনাইটেড ক্লাব। দার্জ্জিলিং-এর কাঞ্চনজঙ্ঘা ক্লাবের লিংডেন লামা প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সেরা গোলরক্ষক হন ইস্টবেঙ্গল দলের শান্তদ্বীপ কাঞ্জিলাল। এ দিন ফাইনালে সেরা ফুটবলার হন ইস্টবেঙ্গলের কিসান বাগ।

রাজ্য যোগাসন

চলছে প্রতিযোগিতা। —নিজস্ব চিত্র।
ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রানিগঞ্জ ইয়ুথ জিমন্যাশিয়ামের সহযোগিতায় স্থানীয় কর্ণসেন অধিবেশন কক্ষে আয়োজিত হল দু’দিনের ৩২ তম রাজ্য যোগাসন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ৬৭৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলা। ৫৫৫ পয়েন্ট পেয়ে রানার্স হয়েছে দক্ষিণ কলকাতা। প্রতিযোগিতায় ১২টি বিভাগে ১৬টি জেলার ৩২৫ জন প্রতিযোগী যোগ দেয়। আয়োজকদের পক্ষে যোগবীর বিবেকানন্দ পাঁজা জানান, প্রতিযোগিতায় ৩৬ জন কৃতী প্রতিযোগীকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় পাঠানো হবে।

খোখো-এ সেরা
রাজ্য খো-খোয় সেরা হল শিলিগুড়ির ছেলেরা। রবিবার বোলপুরে ৫৬তম সিনিয়র রাজ্য খো খো-এ হুগলিকে তারা ১৩-১১ হারিয়ে দিয়েছে। শিলিগুড়ি দলের প্রবীর দাস, শুভজিৎ মজুমদার, উজ্জ্বল মণ্ডল সেমি ফাইনালে রাজ্য পুলিশ দলকে হারিয়ে ফাইনালে ওঠে। হাড্ডাহাড্ডি লড়াইতে রাজ্য পুলিশকে তারা ১৩-১২ পয়েন্টে হারায়। শিলিগুড়ির মেয়েদের দল সেমি ফাইনালে হেরে বিদায় নিয়েছে। জয়ীরা শহরে ফিরলে তাদের সংবর্ধনা জানানোর আয়োজন করা হয়েছে।

চ্যালেঞ্জারের দলে সহবাগ ও গম্ভীর
আসন্ন এন কে পি সালভে চ্যালেঞ্জার ট্রফিতে রঞ্জি চ্যাম্পিয়ন দিল্লির ২৮ জনের সম্ভাব্য দলে রাখা হল বীরেন্দ্র সহবাগ ও গৌতম গম্ভীরকে। দলে বিরাট কোহলি, শিখর ধবন, উন্মুক্ত চন্দ, ইশান্ত শর্মাও আছেন। তবে ডোপিংয়ে অভিযুক্ত প্রদীপ সাঙ্গওয়ান এই দলে নেই।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.