দুই মহাজুটির জাদুতে জমজমাট লা লিগা
গোটা ফুটবল দুনিয়া বোধহয় এই দিনটার দিকেই তাকিয়ে ছিল। এক ম্যাচে মাঠে নামছেন রোনাল্ডো-বেল। অন্য ম্যাচে দেখা যাচ্ছে মেসি-নেইমারকে। শনিবার রাতে লা-লিগায় দেখা গেল এমন অবিস্মরণীয় দৃশ্য।
অভিষেকেই গোল গ্যারেথ বেলের। নতুন সঙ্গীকে পাশে নিয়ে জালে বল জড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। জোড়া ফলার দাপটেও অবশ্য জয় পেল না রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে ভিয়ারিয়ালের বিরুদ্ধে ২-২ ফলেই সন্তুষ্ট থাকতে হল কার্লো আন্সেলোত্তির টিমকে।

নেইমারকে পাশে পেয়ে আরও উজ্জ্বল মেসি।
সেভিয়ার বিরুদ্ধে আবার একই দিনে ন্যু কাম্পে ফুল ফোটালেন মেসি-নেইমার জুটি। বার্সার ‘জোড়া বোমা’ তৃতীয় ম্যাচে আরও বিধ্বংসী। বিশেষ করে নেইমার। নিজে গোল পাননি। কিন্তু মেসিকে দুরন্ত পাসে গোলের বল সাজিয়ে দেন সাও পাওলোর ‘ওয়ান্ডার কিড’। যুগলবন্দির বিস্ফোরণে টানা তিন ম্যাচে জয় পেল বার্সা। নেইমাররা ৩-২ হারালেন সেভিয়াকে।
ঠিক ৪১ দিন পর মরসুমের প্রথম এল ক্লাসিকোয় সম্মুখ সমর। তার আগে বার্সেলোনার ‘জোড়া বোমা’ মেসি-নেইমার আর রিয়ালের ‘জোড়া রকেট’ রোনাল্ডো-বেল জুটি ঠিক কোথায় দাঁড়িয়ে? তার খানিকটা আভাস পাওয়া গেল শনিবার দুই স্প্যানিশ সুপার ক্লাবের লা লিগার লড়াইয়ে। ‘দ্য বস’ রোনাল্ডোর পাশে নামার সুযোগ পেয়ে বাজিমাত করলেও ‘ওয়েলশ উইজার্ড’ পুরো নম্বর পাচ্ছেন না ফিটনেস নিয়ে সমস্যা থাকায়।

রিয়ালে শুরু হয়ে গেল রোনাল্ডো-বেল যুগলবন্দি।
৬১ মিনিট বেল মাঠে ছিলেন। কিন্তু তাঁকে পুরো ফিট মনে হয়নি। ‘টেন্ডন’ সমস্যায় ভুগছেন রোনাল্ডোও। এমনকী ভিয়ারিয়াল ম্যাচটাই খেলবেন না বলে ঠিক করেছিলেন শোনা যাচ্ছে। কিন্তু ‘ইয়েলো সাবমেরিন’কে ঠেকাতে আন্সেলোত্তির পতুর্গালের মহাতারকাকে নামানো ছাড়া উপায় ছিল না। করিম বেঞ্জিমা ফর্মে নেই। জাবি আলোন্সোর চোট। তাই মিডফিল্ডে রোনাল্ডো না থাকলে রিয়ালের আক্রমণটাই নির্বিষ হয়ে যাওয়ার ভয় ছিল। আন্সেলোত্তির গোটা পরিকল্পনার মূলেই সিআর সেভেন। যে কারণে আক্রমণে আরও বৈচিত্র আনতে বেলের সঙ্গে রোনাল্ডোকে একটা সময় উইং-এ স্থান পরিবর্তন করেও খেলতে দেখা গেল। তাই এল ক্লাসিকের আগে পুরো ফিট না হলে রোনাল্ডো-বেল জুটি বার্সার বিরুদ্ধে কতটা জ্বলে উঠতে পারবে সে নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে।

রিয়ালে প্রথম গোল করে চেনা ভঙ্গিমায় বেল। ছবি: রয়টার্স
ঠিক উল্টো চিত্র আবার বার্সায়। মেসি-নেইমার জুটি প্রতি ম্যাচেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। আরও জমাট দেখাচ্ছে দুই তারকার বোঝাপড়া। সেভিয়ার বিরুদ্ধে ৭৫ মিনিটে মেসি যে গোলটা করেন তার সিংহভাগ কৃতিত্বই নেইমারের।
তবে বার্সারও প্রধান সমস্যা ডিফেন্স। সেন্টার ব্যাকে পুওলের অভাব ঢাকতে পারছেন না পিকেরা। না হলে ঘরের মাঠে জয়ের জন্য অতিরিক্ত সময়ে অ্যালেক্সি সাঞ্চেজের গোলের দিকে তাকিয়ে থাকতে হয়!
জেরার্ডো মার্টিনো (বার্সা কোচ): সব দিক থেকে দেখলে নেইমার নিখুঁত খেলেছে। ডিফেন্ড করার সময়ও প্রচুর খেটে খেলছিল। মেসির সঙ্গে ওর জুটিটা আরও জমাট হচ্ছে। দ্বিতীয় বার গোলের পাস দিল মেসিকে। খুব তাড়াতাড়ি আরও তাজা আর শক্তিশালী দেখাবে আমাদের টিমটা। কার্লো আন্সেলোত্তি (রিয়াল কোচ): রিয়ালে প্রথম গোল করে খুব খুশি বেল। এ রকম কঠিন ম্যাচেও ভাল খেলেছে। মাঠে ওর মানসিকতাটা দারুণ ছিল। রোনাল্ডো-বেল প্রথম একসঙ্গে নামল। ওদের দু’জনের মুভমেন্টটা ছিল উইং থেকে গোলের দিকে।
বার্সেলোনার বোমা রিয়ালের রকেট
মেসি: গোলমুখী শট ৬, তেকাঠিতে শট ২, গোল ১, গোলের পাস ০, ফাউল ১
নেইমার: গোলমুখী শট ৪, তেকাঠিতে শট ২, গোল ০, গোলের পাস ১, ফাউল ০
রোনাল্ডো: গোলমুখী শট ৮, তেকাঠিতে শট ২, গোল ১, গোলের পাস ০, ফাউল ১
গোলমুখী শট ২, তেকাঠিতে শট ১, গোল ১, গোলের পাস ০, ফাউল ১

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.