এক দিকে দলের অপরিহার্য পর্তুগিজ সাত নম্বর। অন্য দিকে দলের নতুন এগারো নম্বর ‘ওয়েলশ উইজার্ড’। রিয়াল মাদ্রিদের স্বপ্নের জুটির অভিষেক নিয়ে ফুটবলবিশ্বের প্রত্যাশা থাকলেও, ক্লাবের অনুশীলনে ধরা পড়ল ঠিক উল্টো একটা দৃশ্য।
অনুশীলনে যুগলবন্দি তৈরি করার বদলে কড়া ট্যাকল করেই নতুন সতীর্থকে স্বাগত জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী রোনাল্ডোর প্রথম ট্যাকলটা এত কড়া ছিল যে বেলের গোড়ালিতে গুরুতর চোট লাগতে পারত। তবুও এক বার নয়, রোনাল্ডোর ট্যাকলের মহড়া চলে প্রায় দু’তিন বার। এমনকী এক সময় বেলকে দেখা যায় রোনাল্ডোর কাছে আবেদন করতে ‘গো ইজি’। অর্থাৎ এত কড়া ট্যাকল কোরো না। পুরো অনুশীলন জুড়ে বেলের সঙ্গে অত বেশি কথাও বলতে দেখা যায়নি সিআর সেভেনকে। বরং বেলের প্রাক্তন টটেনহ্যাম সতীর্থ লুকা মদরিচের সঙ্গেই বেশি হাসিঠাট্টা করতে দেখা যায় রোনাল্ডোকে। |
প্র্যাক্টিসের ছবি। রিয়ালে রোনাল্ডোর ল্যাং-এ বেসামাল বেল। ছবি: এএফপি |
যার পরে স্প্যানিশ প্রচারমাধ্যমে তীব্র জল্পনা শুরু হয় যে, ট্যাকলের মাধ্যমে বেলের উপর নিজের ‘রাগ’ প্রকাশ করছেন রোনাল্ডো। এমনিতেই ওজিলের বদলে দলে বেলের আসা নিয়ে রিয়াল জুড়ে বিতর্ক চলছিলই। এমনও শোনা যায় যে, ওজিলকে বিক্রি করার প্রতিবাদের নেতৃত্বে ছিলেন স্বয়ং রোনাল্ডো। কিন্তু রিয়াল জার্সিতে বেলের তৃতীয় অনুশীলনের পড়ে প্রশ্নচিহ্ন রয়েই গেল যে, আদৌ বেল-রোনাল্ডো জুটি সুপারহিট হবে? না কি তাঁদের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার কারণে মুখ থুবড়ে পড়বে গোটা দল?
অনুশীলনে ট্যাকল করা ছাড়াও রোনাল্ডোর কারণেই শনিবার ভিলা রিয়ালের বিরুদ্ধে অভিষেক ম্যাচে সম্ভবত রাইট উইংয়েই খেলতে হবে বেল-কে। শুক্রবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি বলেন, “জানি না প্রথম দলে বেলকে খেলাব কি না। কোনও এক সময় ওকে নামাবো। আর খেলালে বেলকে ডান দিকেই খেলাব।” |
বার্সেলোনায় আরও জমাট মেসি-নেইমার বোঝাপড়া। ছবি: রয়টার্স |
রিয়ালে যখন বেল বনাম রোনাল্ডো বিতর্ক দানা বাঁধছে, তখন অন্য দিকের ছবিটা একদম আলাদা। ‘অন্য দিক’ বলতে লিওনেল মেসির সাম্রাজ্য বার্সেলোনা। যেখানে শনিবার সেভিয়ার সঙ্গে লা লিগা ম্যাচের আগে অনুশীলন সারে গোটা দল। রিয়ালের নতুন জুটি নিয়ে টেনশনের চোরাস্রোত তৈরি হলেও, বার্সেলোনার মেসি ও নেইমার এ দিন খোশমেজাজেই পুরো অনুশীলন শেষ করেন। এ ছাড়াও সেভিয়ার বিরুদ্ধে দল ঘোষণা করেন জেরার্ডো মার্টিনো। যে দলে মেসি ও নেইমার ছাড়াও চোট সারিয়ে ফিরলেন সের্জিও বুস্কেতস, জাভি ও অ্যালেক্সিস সাঞ্চেজ। |
আজই হয়তো নতুন জার্সিতে অভিষেক |
• গ্যারেথ বেল, রিয়াল মাদ্রিদ
• স্যামুয়েল এটো, চেলসি
• মেসুট ওজিল, আর্সেনাল
• মারুয়ান ফেলাইনি, ম্যান ইউ |
|