দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সিইও হারুণ লর্গ্যাট এবং ভারতীয় বোর্ডের সচিব সঞ্জয় পটেল মুখোমুখি হওয়ার দু’দিন আগেই দক্ষিণ আফ্রিকা সফরের বিকল্প ঠিক করে রাখতে চায় ভারত।
শনিবার চেন্নাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকেই পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ডিসেম্বরে একটি ত্রিদেশীয় সিরিজের ব্যাপারে প্রাথমিক আলোচনা সেরে রাখতে চায় ভারতীয় বোর্ড। এই আলোচনা সফল করে দক্ষিণ আফ্রিকা বোর্ডের উপর চাপ বাড়ানোই বোর্ডের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেলতে মিসবা উল হকের ফয়জলাবাদ উলভসের ভারতে আসার ভিসা নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল, এ দিন তা মিটে যাওয়ায় এই উদ্যোগের ব্যাপারে আরও আশাবাদী বোর্ড। নিরাপত্তার সমস্যার আশঙ্কায় পাক দলকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। শুক্রবার জানানো হয়েছে, ভিসা দেওয়া হবে। |
১১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি শ্রীলঙ্কা ও পাকিস্তানের নিজেদের মধ্যে দু’টি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ান ডে ও তিনটি টেস্ট খেলার কথা। যে সিরিজের পরিবর্তেই ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা। পাক বোর্ডও এই সিরিজ চাইছে বলে জানিয়েছে সংবাদসংস্থা। বোর্ডসূত্রের খবর, পাক বোর্ডই ভারতকে এই প্রস্তাব দিয়েছে। এ জন্য শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করে তাদের সিরিজও আপাতত স্থগিত রাখতে রাজি পাকিস্তান। যদিও এই সিরিজের জন্য ভারতীয় বোর্ডকে ফের দিল্লির বিদেশমন্ত্রকের দিকে তাকিয়ে থাকতে হবে। আসলে ফয়জলাবাদের দলকে শেষ পর্যন্ত ভিসা দেওয়ায় নতুন করে এই ভাবনাচিন্তা শুরু হয়েছে দু’দেশের বোর্ডে। বিসিসিআই যুগ্মসচিব অনুরাগ ঠাকুর অবশ্য এ দিন যা বললেন, তাতে ভারত-পাক ক্রিকেটযুদ্ধ দেখতে চাওয়া ক্রিকেটপ্রেমীদের আশাবাদী হওয়ার কারণ নেই। তিনি বলেছেন, “সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারত-পাক ক্রিকেট সিরিজ হওয়ার সম্ভাবনাই নেই।” |