কয়েক হাজার মাইলের তফাত। কয়েক ঘণ্টার এ দিক, ও দিক। এক দিকে, মেসুট ওজিলকে ভক্তদের সামনে তুলে ধরল আর্সেনাল। অন্য দিকে, গ্যারেথ বেল আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একসঙ্গে নেমে পড়লেন রিয়াল মাদ্রিদের প্র্যাকটিসে।
কিন্তু সেই একই দিনে নতুন বিতর্ক তাড়া করল রিয়ালকে। মেসুট ওজিলের বাবা মুস্তাফা, তাঁর ছেলের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন। রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে তীব্র আক্রমণ করে সিনিয়র ওজিল বলেছেন, “ওঁর অনেক অর্থ থাকতে পারে, কিন্তু উনি সৎ লোক নন। ওঁর অভিযোগ, মেসুট নাকি রিয়ালে একজন পেশাদার ফুটবলারের জীবনযাপন করেনি। আরও অভিযোগ, আমি নাকি অর্থ ছাড়া কিছু চিনি না। দুটো অভিযোগই সম্পূর্ণ মিথ্যা। তাই আমি মামলা করার কথা ভাবছি।”
ওজিল বনাম রিয়াল ঝামেলার শুরু দিন কয়েক আগে, যখন স্প্যানিশ প্রচারমাধ্যমে খবর বেরোয়, জার্মান ফুটবলার নাকি খেলার চেয়ে বেশি মনযোগী হয়ে পড়েছেন প্রাক্তন মিস ভেনেজুয়েলা, আইদা ইয়েসপিকার পিছনে ঘুরতে। যে অভিযোগ ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ফুটবল বিশ্বে। |
এমনকী মিস ভেনেজুয়েলাও এই অভিযোগের তীব্র প্রতিবাদ করে বলেছেন, “আমার আর মেসুটের মধ্যে কখনও কোনও দিন শারীরিক সম্পর্ক হয়নি। আমরা দু’জন খুব ভাল বন্ধু। আমি এক দিন মিলানে ছিলাম। তখন মেসুট ফোন করে বলেছিল, আমাকে দেখতে ইচ্ছা করছে। ও সে দিন মিলানে আসে। রাতে আমরা একসঙ্গে ছিলামও। কিন্তু কখনওই আমাদের মধ্যে কোনও শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি।”
ওজিল-রোনাল্ডো-বেল। মরসুম শুরু হওয়ার আগেই এই ত্রিমুখী বিতর্কে রীতিমতো ধরাশায়ী রিয়াল। ওজিলকে ছেড়ে রেকর্ড দামে বেলকে নেওয়ার পর থেকেই ঝামেলা শুরু। কেন ওজিলকে ছাড়া হল, এই প্রশ্ন তুলে রোনাল্ডোর নেতৃত্বে প্রায় বিক্ষোভ হয়ে যায় রিয়াল শিবিরে। তারপরই হঠাৎ করে রিয়ালের তরফে বলা হয়, সুন্দরীদের পিছনে ছুটে মেসুট এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন, যে তিনি মাঠে একশো শতাংশ দিতে পারছিলেন না।
এই অভিযোগ নিয়ে মেসুট নিজে এখনও কিছু বলেননি। বৃহস্পতিবার ইংরেজ সাংবাদিকদের সামনে এসে জার্মান ফুটবলারটি বলেন, “আমি মাদ্রিদের বিরুদ্ধে খারাপ কোনও কথা বলতে চাই না। কারণ তিনটে খুব সুন্দর বছর আমি ওখানে কাটিয়েছি। মোট ১৫৯টা ম্যাচ খেলেছি রিয়াল মাদ্রিদের হয়ে। আমি যদি পেশাদার নাই হতাম, তা হলে কি অতগুলো ম্যাচ ওখানে খেলতে পারতাম?” প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।
পাশাপাশি ইপিএলে আসা নিয়ে মেসুটের বক্তব্য, “ইংলিশ প্রিমিয়ার লিগ হল বিশ্বের সবচেয়ে কঠিন ফুটবল লিগ। এখানে সাফল্য পাওয়া সত্যিই কঠিন। কিন্তু আমি মনে করি, আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়ার যাবতীয় রসদ আছে।”
মেসুট ওজিল যখন এ কথা বলছেন, তার কিছু ঘণ্টা আগেই আবার হাতে হাত মিলিয়ে প্র্যাকটিসে নেমে পড়েছেন রোনাল্ডো-বেল। যে ছবি রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে মারফত গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। |
বেল আসার পর এখন যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, সেটা হল রোনাল্ডো এবং ‘নতুন রোনাল্ডো’-কে কি একসঙ্গে মাঠে নামাতে পারবেন কোচ আন্সেলোত্তি? শনিবার হয়তো রিয়ালের পরের ম্যাচেই সে জবাবটা পাওয়া যাবে।
এমনিতে চোট-আঘাতের সমস্যা নিয়েই এসেছেন বেল। এই মরসুমে তাঁর প্রথম ম্যাচ ছিল গত কাল সার্বিয়ার বিরুদ্ধে। যে ম্যাচে পরিবর্ত হিসাবে নেমেছিলেন বেল। রিয়ালের সহকারী কোচ এর আগে বলে রেখেছিলেন, “বেলকে প্রথম একাদশে থাকতে হলে কিন্তু লড়াই করতে হবে জায়গার জন্য।”
লড়াই যে তিনিও করবেন, সেটা পরিষ্কার করে দিয়েছেন মেসুট ওজিলও। বলে দিচ্ছেন, “আমি আর্সেনালকে ট্রফি এনে দেবই, এ প্রতিশ্রুতি দিতে পারছি না। কিন্তু এটুকু অন্তত বলছি, প্রতিটা ট্রফি জেতার জন্য সব কিছু নিয়ে ঝাঁপাব।”
একপাশে ওজিলকে রেখে ট্রফির স্বপ্ন দেখছেন কোচ আর্সেন ওয়েঙ্গারও। দীর্ঘ দিন ক্লাবে ট্রফি নেই। কেনা হচ্ছিল না ভাল প্লেয়ারও। ওজিল আসায় ছবিটা বদলেছে। গানার্সরা ট্রফির স্বপ্ন দেখছে। আর কোচ ওয়েঙ্গার বলছেন, “ওজিল আসায় দল অনেক শক্তিশালী হয়েছে। এ মরসুমে ট্রফি না পেলে পদত্যাগও করতে পারি।” |
ওজিল বনাম রিয়াল |
ক্লাবের অভিযোগ |
মিস ভেনেজুয়েলার জবাব |
মুস্তাফা ওজিলের পাল্টা |
মিস ভেনেজুয়েলার সঙ্গে সময়য় কাটাতে গিয়ে ওজিল এতটাই ক্লান্ত
হয়ে পড়েছিলেন যে মাঠে নিজের
সেরাটা দিতে পারছিলেন না। |
আমরা খুব ভাল বন্ধু। শারীরিক সম্পর্ক
কোনও দিন হয়নি। একবার মিলানে
রাত কাটিয়েছিলাম,
কিন্তু সেখানেও কিছু হয়নি। |
রিয়াল প্রেসিডেন্ট একদমই সৎ মানুষ নন।
উনি আমার এবং আমার ছেলের বিরুদ্ধে যে সব অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আমি আইনজীবীদের সঙ্গে কথা বলছি। |
|