রোনাল্ডোর ‘ইগোকে’ ঠান্ডা রাখতে ‘ভিটামিন এম’-কে অস্ত্র করল রিয়াল মাদ্রিদ। রেকর্ড অর্থের চুক্তি দেওয়া হল তাঁকে। যাতে সই করে সিআর সেভেন বললেন, “ম্যাঞ্চেস্টার অতীত। রিয়ালই এখন আমার বাড়ি।”
দলবদলের বাজারে গ্যারেথ বেলকে রেকর্ড অর্থে সই করানোর পরে জল্পনা তীব্র থেকে তীব্রতর হয় যে রোনাল্ডোর সঙ্গে রিয়ালের ‘ডিভোর্স’ শুধু সময়ের অপেক্ষা। কিন্তু জল্পনায় জল ঢেলে রবিবার রিয়ালের সঙ্গে ২০১৮ পর্যন্ত ৭ কোটি ৬০ লক্ষ পাউন্ডের নতুন চুক্তিতে সই করলেন। চুক্তি অনুযায়ী গ্যারেথ বেলের ৮৫ লক্ষ ইউরোর বেতন টপকে রোনাল্ডোর বার্ষিক আয় দাঁড়াল ১ কোটি ৫০ লক্ষ ইউরো। যার সৌজন্যে সিআর সেভেনই হবেন রিয়ালের সবচেয়ে দামি ‘গ্যালাকটিকো’। |
ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনোর সঙ্গে রোনাল্ডো। ছবি: রয়টার্স |
ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে, রোনাল্ডোকে নতুন চুক্তিতে সই করানো আসলে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের চাল। ‘এক ঢিলে দুই পাখি মারার মতোই’ নতুন চুক্তি রোনাল্ডোর ‘ইগো’ সন্তুষ্ট করল এবং পাশাপাশি বন্ধ করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার সমস্ত রাস্তাও। ম্যান ইউয়ের সঙ্গে রোনাল্ডোর কথা একটা সময় এত দূর এগিয়েছিল যে, রিয়ালে দু বছর কাটিয়ে তাঁকে ফ্রি এজেন্ট হতেও পরামর্শ দিয়েছিল ডেভিড মোয়েসের ক্লাব। যার পরেই এল রিয়ালের এই ঐতিহাসিক চুক্তি।
যেখানে সই করে রোনাল্ডো এ দিন বলেন, “সবাই জানে আমি ছ’টা খুব ভাল মরসুম কাটিয়েছি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। কিন্তু সেটা অতীত। এখন আমি রিয়াল মাদ্রিদের ফুটবলার। এই ক্লাবটাই আমার বাড়ি।” সঙ্গে সিআর সেভেন আরও যোগ করেন, “আমি খুব খুশি এই ক্লাবে খেলতে পেরে। আরও পাঁচ বছর থাকব রিয়ালে। অনেক ট্রফি জিততে চাই।” |