আদালতের নির্দেশ উপেক্ষা করে গায়ের জোরে ধর্মঘট করলে সরকার বাসের পারমিট বাতিল করে দেবে বলে হুমকি দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্র। শনিবার মহাকরণে এই কথা জানিয়ে তিনি বলেন, “১৯ ও ২০ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দেওয়া হলেও অনেক মালিক বাস চালাতে চাইছেন।
আমার কাছে বাস মালিকদের অধিকাংশই সেই কথা জানিয়েছেন।” জোর করে ধর্মঘট না করে বাস মালিকদের কালীপুজোর পরে আলোচনায় বসার আবেদন জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।
সরকার ভাড়া বাড়াচ্ছে না বলে বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি ধর্মঘটের ডাক দিয়েছে। মালিকদের দাবি, ডিজেলের দাম যে ভাবে বেড়ে চলেছে, তাতে সরকার ভাড়া না বাড়ালে তাঁদের পক্ষে বাস চালানো অসম্ভব। কিন্তু সরকার এখনই ভাড়া না বাড়ানোর ব্যাপারে অনড়।
পরিবহণ মন্ত্রী এ দিন আশ্বাস দিয়েছেন, ধর্মঘটের দিনগুলিতে বাস চালাতে গিয়ে যদি কোনও ক্ষতি হয়, তার টাকা বিমা সংস্থাগুলি দেবে। এ ব্যাপারে তিনি নিজে বিমা সংস্থাগুলির সঙ্গে বৈঠকও করেছেন বলে জানান। মদনবাবু বলেন, “বিমা সংস্থাগুলি যে ক্ষতিপূরণ দেবে তা সোমবার লিখিত ভাবে সরকারকে জানিয়ে দেবে।”
|