|
|
|
|
বাস ধর্মঘট রুখতে মন্ত্রীর অস্ত্র পুলিশ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভাড়া বাড়ানোর দাবিতে বেসরকারি বাস-মিনিবাস মালিকদের ডাকা দু’দিনের ধর্মঘট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সরকার এবং বাস-মালিকের মধ্যে চাপান-উতোর বেড়েই চলেছে।
পরিবহণমন্ত্রী মদন মিত্র শুক্রবার মহাকরণে অভিযোগ করেন, বাস-মালিকেরা আলোচনার রাস্তা বন্ধ করতে চাইছেন। বাস-মালিকদের পাল্টা বক্তব্য, আলোচনা হওয়ার কথা তো ভাড়া বাড়ানোর দাবি নিয়ে। কিন্তু সেই দাবিটাই নাকচ করে দিয়ে সরকার আলোচনায় বসতে চাইছে। এটা কখনওই সম্ভব নয়।
ধর্মঘটের মোকাবিলায় আগেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন পরিবহণমন্ত্রী। সেই ব্যবস্থাটা কী, এ দিন তা অনেকটা স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, “জোর করে ধর্মঘট করার চেষ্টা হলে তা বানচাল করতে সব জায়গায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হবে।” এর মধ্যেই এ দিন পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও ধর্মঘটের ডাক বহাল রাখলেন লাক্সারি ট্যাক্সির মালিকেরা। ভাড়া বৃদ্ধির দাবিতে ১৯ এবং ২০ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন। এ দিন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে ওই সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত পাল বলেন, “ভাড়া বৃদ্ধির দাবিতে এক বছর আগে আমরা ধর্মঘট করেছিলাম। তাতে প্রশাসনের টনক নড়েনি। মন্ত্রীর অনুরোধে ধর্মঘট প্রত্যাহারের সম্ভাবনা নেই।” ১৯ সেপ্টেম্বর ধর্মতলায় অনশনের ডাকও দিয়েছেন ওই সংগঠনের সদস্যেরা।
মহাকরণে এ দিন পাঁচটি পরিবহণ নিগম এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মদনবাবু। বৈঠকের পরে তিনি জানান, ১৯ এবং ২০ সেপ্টেম্বর বেসরকারি বাসের মালিকদের ডাকা ধর্মঘটে পর্যাপ্ত বাসের ব্যবস্থা করতে ১৭ তারিখ থেকেই নিগমের কর্মীদের ডিপোয় থাকতে বলা হয়েছে। ধর্মঘটের দিনে কত বাস চালানো যাবে, ১৬ তারিখের মধ্যে তা জানানোর জন্য সব নিগমকে নির্দেশ দিয়েছে সরকার।
বাস-মালিকদের সঙ্গে সরকার আলোচনায় বসবে কি? জবাবে মন্ত্রী বলেন, “বাস-মালিকেরা কথা বলতে চাইলে সরকারের কোনও অসুবিধে নেই। কিন্তু আমাদের মনে হচ্ছে, ওঁরা আলোচনার রাস্তা বন্ধ করতে চাইছেন।”
মন্ত্রীর অভিযোগের জবাবে বাস-মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা তো ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছি। সেটা নিয়েই যদি আলোচনা না-হয়, তা হলে বৈঠকে বসে লাভ কী!” একই অভিযোগ জানান মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটির নেতা অবশেষ দাঁ। তিনিও বলেন, “মন্ত্রী তো প্রথমেই বলে দিচ্ছেন, ভাড়া বাড়ানো হবে না। তা হলে তো আর আলোচনা প্রশ্ন ওঠে না।”
|
পুরনো খবর: ব্যবস্থার হুমকি মদনের, তবু ধর্মঘটে অনড় বাস |
|
|
|
|
|