|
|
|
|
মমতার তালুকে মহিলার সুরক্ষা নিয়ে প্রশ্ন বৃন্দার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর খাস তালুকে দাঁড়িয়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন সিপিএমের পলিটব্যুরোর একমাত্র মহিলা সদস্য বৃন্দা কারাট। নারী নিগ্রহের ঘটনার মোকাবিলায় এক জন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের মনোভাব কী, পার্ক স্ট্রিট ও কামদুনির ঘটনা উল্লেখ করে তা নিয়েই প্রশ্ন তুলেছেন সিপিএমের সাধারণ সম্পাদকের ঘরণী। গণতান্ত্রিক মহিলা সমিতির কলকাতা জেলা সম্মেলন উপলক্ষে শুক্রবার হাজরা মোড়ের সমাবেশে বৃন্দা বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা বলেই রাজ্যের মহিলাদের প্রতি তিনি দায়িত্ব পালনে আন্তরিক হবেন, এটাই প্রত্যাশিত। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। বৃন্দার প্রশ্ন, “পার্ক স্ট্রিটে কী হল? ঘটনা চাপা দেওয়ার জন্য কী বলা হল? স্বয়ং মুখ্যমন্ত্রী যদি কোনও ঘটনাকে সাজানো বলেন, সঙ্কীর্ণ রাজনৈতিক স্বার্থে কোনও ঘটনায় বিরোধীদের জড়িয়ে দেন, তা হলে আর কী বলার থাকে?” দিল্লির ধর্ষণ-কাণ্ডের সঙ্গে কামদুনির ঘটনারও তুলনা টেনেছেন মহিলা সমিতির এই সর্বভারতীয় নেত্রী। দিল্লির ঘটনায় ৯ মাসের মধ্যে প্রাথমিক বিচার প্রক্রিয়া শেষ হয়ে সাজা ঘোষণা হয়েছে। অথচ কামদুনিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও চার্জশিটে ফাঁক রাখা হয়েছে বলে তাঁর অভিযোগ। কামদুনির নিহত ছাত্রীর কাকার (যিনি অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষীও) মৃত্যুরও তদন্ত চেয়েছেন বৃন্দা। তাঁর কথায়, “মৃত্যুর সঠিক কারণ জানতে চাই। এ রাজ্যে অপরাধীরা রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছে, পুলিশ-প্রশাসনও তাদের সাহায্য করছে। সেই জন্যই এই মৃত্যুর
পিছনেও কিছু আছে কি না, তার তদন্ত দাবি করছি।” কৃষক আত্মহত্যা ঠেকাতে ফসলের ন্যায্য দামের দাবিতে কৃষক-রমণী এবং সারদা-কাণ্ডের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মহিলাদের রাজ্যে মহিলা সমিতির আন্দোলনে টেনে আনার পক্ষে সওয়াল
করেছেন বৃন্দা। |
|
|
|
|
|