পিটারসেন, ট্রট ও রুটইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের উপরের দিকের তিন ব্যাটসম্যানকে পরপর ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ার ছ’ফুট চার ইঞ্চির ফাস্ট বোলার ক্লিন্ট ম্যাকে। ওয়ান ডে ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে এটি দ্বিতীয় হ্যাটট্রিক।
ওয়ান ডে-তে অবশ্য এর আগে আরও চার অস্ট্রেলীয় বোলার হ্যাটট্রিক করেছেন। তবে শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে যেটা হল, তা সবচেয়ে নাটকীয়। টিভিতে এই হ্যাটট্রিক দেখে ভারতীয় পেসার জাহির খান টুইট করেন, “ওয়াও!! ক্লিন্ট ম্যাকের টপ অর্ডার হ্যাটট্রিক...কেপি, ট্রট, রুট...সুপার্ব! দারুণ উপভোগ করলাম।”
শনিবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া চতুর্থ ওয়ান ডে-তে অস্ট্রেলিয়া ২২৭ রানে অল আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ড ব্যাট করতে নামলে তৃতীয় ওভারেই এই বুলডোজার চালান। তবে এই হ্যাটট্রিক শেষ পর্যন্ত কাজে এল না অস্ট্রেলিয়ার। ম্যাচটা শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতেই ইংল্যান্ড জিতে নিল তিন উইকেটে। সাত উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিলেন মর্গ্যানরা। |
হ্যাটট্রিক করেও অস্ট্রেলিয়াকে জেতাতে পারলেন না ম্যাকে। ছবি: এএফপি। |
এ দিন ম্যাকের দ্বিতীয় ওভারের প্রথম তিন বলেই তিন শিকার। শুরুতেই তাঁর ফুল লেংথ ও সোজা বল ক্রস ব্যাটে খেলতে গিয়ে এলবিডব্লিউ-র ফাঁদে পড়েন কেভিন পিটারসেন। দ্বিতীয় বলটা ছিল স্টাম্পের বাইরে। জোনাথন ট্রট ড্রাইভ করতে যান। কিন্তু বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে দ্বিতীয় স্লিপে থাকা অ্যারন ফিঞ্চের কাছে যায়। কাঁধের কাছে যাওয়া বল তালুবন্দি করতে ভুল করেননি ফিঞ্চ। জো রুটকেও একই ফাঁদে ফেলেন ম্যাকে। অফস্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে তিনি ধরা পড়েন প্রথম স্লিপে শেন ওয়াটসনের হাতে। ওয়ান ডে-র ইতিহাসে এটা ৩৪তম হ্যাটট্রিক। এর আগে অস্ট্রেলিয়ার ব্রুস রিড (১৯৮৬), অ্যান্থনি স্টুয়ার্ট (১৯৯৭), ব্রেট লি (২০০৩) ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান (২০১২) হ্যাটট্রিক করেছেন। ইংল্যান্ড ৮-৩ হয়ে যাওয়ার পরে অবশ্য ক্যারবেরি (৬৩) ও মর্গ্যান (৫৩) ১০৪ রানের পার্টনারশিপ খেলে ইংল্যান্ডকে জয়ের দিকে নিয়ে যান। বাকি কাজটুকু করেন জোস বাটলার (৬৫ নট আউট)। ম্যাকে শেষ করেন ৪-৩৯-এ। |