টুকরো খবর
কৌঁসুলির মন্তব্যে বিতর্ক
প্রেমিকের সঙ্গে রাতে ঘুরে বেড়ালে বা বিয়ের আগে যৌন সম্পর্কে জড়ালে নিজের মেয়েকে পুড়িয়ে মারতেন বলে মন্তব্য করেছিলেন কৌঁসুলি এ পি সিংহ। তার জেরে এ বার বিতর্কে জড়ালেন তিনি। দিল্লি গণধর্ষণ মামলায় চার অভিযুক্তের মৃত্যুদণ্ডের পরে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তাদের কৌঁসুলি এ পি সিংহ। অনেকের মতে, এ ভাবে ধর্ষণের শিকার নির্ভয়ার চরিত্র নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। রাজনৈতিক চাপেই দিল্লি গণধর্ষণ মামলার এই রায় হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর মন্তব্যের বিরুদ্ধে দিল্লি বার কাউন্সিলের কাছে অভিযোগ জানিয়েছেন অনেকে। বার কাউন্সিলের সচিব মুরারি তিওয়ারি জানিয়েছেন, তিনি লিখিত অভিযোগ চেয়েছেন। তা না পেলে বার কাউন্সিল নিজেরাই এই বিষয়ে পদক্ষেপ করবে। এ পি সিংহের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নির্ভয়ার বাবাও। তাঁর দাবি, রাজনৈতিক চাপের কথা বলে বিচারবিভাগকে অপমান করেছেন ওই কৌঁসুলি। নির্ভয়ার মতো তাঁর মেয়ে বা আত্মীয় ধর্ষিতা হলে এ পি সিংহ এই মন্তব্য করতে পারতেন কি না তা সেই প্রশ্ন তুলেছেন তিনি।

ভটকলকে নিয়ে দ্বারভাঙায় এনআইএ
ইন্ডিয়ান মুজাহিদিন সংগঠনের ‘দ্বারভাঙা মডিউল’-এর জঙ্গিদের হদিশ খুঁজতে ইয়াসিন ভটকলকে নিয়ে দ্বারভাঙায় ঘুরলেন এনআইএ তদন্তকারীরা। পুলিশ সূত্রের খবর, শনিবার ওই জঙ্গিনেতাকে করমগঞ্জের একটি লাইব্রেরিতে নিয়ে যাওয়া হয়। দ্বারভাঙায় থাকাকালীন মাঝেমধ্যেই সেখানে যেত ইয়াসিন। এরপর এনআইএ দল যায় জামালচক গ্রামে। কী ভাবে ‘দ্বারভাঙা মডিউল’ তৈরি করা হয়েছে সে সম্পর্কে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন গোয়েন্দারা। এনআইএ দলটির নেতৃত্বে ছিলেন এসপি বিকাশ বৈভব। পুলিশ জানায়, কয়েক বছর ধরে ‘ডক্টর ইমরান’ নাম নিয়ে দ্বারভাঙায় থাকত ইয়াসিন। চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অল্পবয়সী ছেলেদের জঙ্গি সংগঠনে নিয়ে আসত। সম্প্রতি, নেপাল-বিহার সীমানার পূর্ব চম্পারণের রক্সৌল থেকে তাকে গ্রেফতার করা হয়। জেরায় ইয়াসিন জানিয়েছিল, ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য সমস্তিপুরের তেহসিন আখতার এবং পাকিস্তানি নাগরিক ওয়াকাস বিহারের কোথাও লুকিয়ে রয়েছে।

পুরনো খবর:
তিন যুবকের রহস্য-মৃত্যু
চাকরির সন্ধানে দক্ষিণ ভারতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল অসমের তিন যুবকের। তিনজনই চিরাং জেলার বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার গুয়াহাটি থেকে ট্রেনে বেঙ্গালুরুর রওনা দিয়েছিলেন ওই তিনজন। তারপর থেকেই বাড়ির লোকেদের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল না। গতকাল অন্ধ্রপ্রদেশ পুলিশ খবর দেয়, নেল্লোর স্টেশনে তিন যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে জানা যায়, ওই দেহ বিষ্ণু নার্জারি, ডাবা বসুমাতারি ও টন বসুমাতারির। সে গুলি ময়না তদন্তে পাঠানো হয়েছে। কী ভাবে তিনজনের মৃত্যু হল তা জানতে অসম পুলিশ তদন্তে নেমেছে।

শ্লীলতাহানি, ধৃত
নাবালিকাদের জন্য তৈরি প্রশিক্ষণ কেন্দ্রেই যৌন নিগ্রহের ‘শিকার’ হল ছয় নাবালিকা। শিক্ষাকেন্দ্রের প্রধানকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ডিব্রুগড়ের নাহারকাটিয়ার শিক্ষাকেন্দ্রটির প্রধানের নাম প্রদীপ শইকিয়া। আমোলাপট্টির বাসিন্দা। ২০০৯ সালে তিনিই ওই কেন্দ্রটি শুরু করেন। সেখানে স্কুলছুট ছাত্রীদের বিশেষ পদ্ধতিতে পড়াশোনা করানো হত। কয়েকদিন আগে ওই শিক্ষাকেন্দ্রের পরিচালন কমিটির কাছে ছাত্রীরা অভিযোগ করে, দু’মাস ধরে প্রদীপবাবু ১২ থেকে ১৪ বছর বয়সী কয়েকজন ছাত্রীর শ্লীলতাহানি করছেন।

অপহৃত ব্যবসায়ী
ফের অপহরণের ঘটনা ঘটল হাইলাকান্দিতে। পুলিশ জানায়, গত রাতে রামনাথপুর থানার বৈদ্যটুক গ্রাম থেকে আহমেদ শেখ নামে এক বাঁশ ব্যবসায়ী অপহৃত হন। ২০-২৫ জন অপহরণকারী তাঁর বাড়িতে হানা দিয়েছিল। অস্ত্র দেখিয়ে ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, গ্রামটি মিজোরামের সীমানাবর্তী। পাহাড়ঘেরা এলাকা হওয়ায় কিছুটা দুর্গমও। অপহৃতের পরিজনদের আশঙ্কা, অপহরণকারীরা সকলেই রিয়াং জনগোষ্ঠীর। আজ সন্ধ্যা পর্যন্ত ওই ব্যবসায়ীর হদিশ মেলেনি।

সন্মান রক্ষার্থে খুন
দলিত ছেলেকে ভালবাসার জন্য দু’ভাই খুন করল বোনকে। শুক্রবার রাতে তিরুনেলভেলির সেভালাপেরি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, বছর সতেরোর মেয়েটির পাশের গ্রামের এক দলিত যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। তাই পরিবারের সন্মান রক্ষার্থে বোনকে খুন করে দুই ভাই। পুলিশ দুই ভাইকে গ্রেফতার করেছে। জেরায় তারা খুনের কথা স্বীকারও করেছে।

বাড়ির প্রতিশ্রুতি
শহরবাসী গরিব মানুষের জন্য ১৫ লক্ষ বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শনিবার এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এ দিন চণ্ডীগড়ে গরিবদের জন্য বাড়ি তৈরির একটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মনমোহনের মতে, দ্রুত নগরায়ণের ফলেই শহরে বস্তির সংখ্যা বেড়েছে।

মুজফ্ফরনগর যাবেন প্রধানমন্ত্রী
গোষ্ঠী সংঘর্ষে বিধ্বস্ত উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর এলাকা সোমবার পরিদর্শনে যাবেন মনমোহন সিংহ। গোষ্ঠী সংঘর্ষ কী ভাবে শুরু হল তা নিয়ে তিনি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে কথা বলবেন বলে সরকারি সূত্রে খবর।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.