|
|
|
|
সম্প্রীতি বজায় রাখতে সতর্কতা নীতীশের |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
উত্তর প্রদেশের মতোই বিহারে যে কোনও মুহূর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। আজ রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে এক ঘরোয়া বৈঠকে তাঁর এই আশঙ্কা ব্যক্ত করেছেন নীতীশ। এই ধরণের কোনও পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য সতর্ক করার পাশাপাশি নীতীশ এই ধরনের কোনও ঘটনা ঘটলে পুলিশকে শক্ত হাতে তার মোকাবিলা করার নিদের্শও দিয়েছেন। রাজ্য পুলিশের এক সূত্রে জানা গিয়েছে, এই ধরনের ঘটনায় সরাসরি ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগের ঢালাও নির্দেশ বিহারের মুখ্যমন্ত্রী তাঁর পুলিশ বাহিনীকে দিয়েছেন। পুলিশ কর্তাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, “যেই এ ধরনের ঘটনায় যুক্ত থাকবে তাকে জাতীয় সুরক্ষা আইনে গ্রেফতার করবেন। মুখের দিকে তাকাবেন না।”
গত কাল দিল্লিতে বিজেপি সংসদীয় বোর্ড প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সরাসরি নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করে। তার পরেই জেডিইউয়ের এক দলীয় বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি শরদ যাদব উত্তর প্রদেশের মুজফ্ফর নগরের সংঘর্ষের উল্লেখ করে বলেন, “লোকসভা নির্বাচনের আগে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে সংঘর্ষ বাধাবার চেষ্টা হবে বলে আমার আশঙ্কা।” বিশেষ করে বিহারের প্রসঙ্গ তুলে শরদের আশঙ্কা, জেডিইউ শাসিত রাজ্যটিতে শান্তি নষ্ট করার জন্য এই ধরনের চেষ্টা বিচ্ছিন্নতাকামী শক্তিগুলি করবে। দল সভাপতি এই আশঙ্কা ব্যক্ত করার ২৪ ঘন্টার মধ্যেই নীতীশের এই তৎপরতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। রাজ্যে দাঙ্গা-রোধী বাহিনীকে সক্রিয় করে তুলতে নীতীশ কুমার পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছেন। রাজ্যের র্যাপিড অ্যাকশন ফোর্সকে (র্যাফ) দাঙ্গা রোধে বিশেষ প্রশিক্ষণ দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ কর্তারা। এ ছাড়াও রাজ্য পুলিশেও একটি দাঙ্গা-রোধী বাহিনী গড়ার কথা ভাবা হয়েছে। |
|
|
|
|
|