টুকরো খবর
পঞ্চায়েত অফিসে তালা দিলেন গ্রামবাসীরা
কর্মীরা দেরিতে আসার প্রতিবাদে শুক্রবার গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন। সুতি-১ ব্লকের বংশীবাটি গ্রাম পঞ্চায়েতে ৫ জন স্থায়ী কর্মচারী রয়েছেন। সকাল দশটায় তাঁদের অফিসে ঢোকার কথা। ছুটি হওয়ার কথা বিকেল ৫টায়। কিন্তু গ্রামের অধিকাংশ লোকজনের অভিযোগ, কর্মীরা কেউ বেলা বারোটার আগে অফিসে পা দেন না। আবার প্রায় সকলেই ঘণ্টা তিনেক পরেই বাড়িমুখো হন। পঞ্চায়েত অফিসের পাশের একটি ক্লাবের সম্পাদক প্রণব মাঝি বলেন, “কর্মীরা অনেক বেলা করে পঞ্চায়েতে আসেন। এই পঞ্চায়েতের অধীনে ১৪টি গ্রাম রয়েছে। দূর দূরান্তের লোকজন নানা দরকারে দশটায় পঞ্চায়েত অফিসে আসেন। কিন্তু কর্মীর দেখা মেলে না। অনেক দিন ধরেই এই ঘটনা চলছে। আর সহ্য করতে না পেরে গ্রামের ক্ষুব্ধ মানুষ এ দিন তালা ঝুলিয়েছেন।” ওই পঞ্চায়েতের সদ্য নির্বাচিত প্রধান সিপিএমের খুকি রাজবংশী বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললেও লোকজনের ক্ষোভ পড়েনি। প্রধান বলেন, “একজন বাদে বাকিরা কেউ নির্দিষ্ট সময়ে আসেননি। সদ্য দায়িত্ব নিয়েছি। ভবিষ্যতে কর্ম সংস্কৃতি ফিরিয়ে আনার ব্যবস্থা করব।” অবশেষে বিডিও দীপঙ্কর রায়ের দুই প্রতিনিধি গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর খোলা হয় পঞ্চায়েত। বিডিও বলেন, “ওই পঞ্চায়েতের কর্মীদের সতর্ক করা হয়েছে। দেরিতে আসার জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

পরস্পরকে সহযোগিতার আশ্বাস দিল বাম-কংগ্রেস
বিক্ষুব্ধ তৃণমূলীদের সমর্থনে বামেরা সুতি-২ পঞ্চায়েত সমিতির দখল নেয়। কিন্তু পঞ্চায়েত সমিতির ন’টি কর্মাধ্যক্ষের পদই কংগ্রেসের দখলে। শুক্রবার কর্মাধ্যক্ষ নির্বাচনের দিন ছিল। কর্মাধ্যক্ষ নির্বাচনে এলাকার বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সদস্য ও পঞ্চায়েত প্রধানরাও পদাধিকার বলে ভোট দিতে পারেন। ওই এলাকার বেশিরভাগ পঞ্চায়েত ও বিধানসভা এবং লোকসভার আসনটি কংগ্রেসের দখলে। তাই কর্মাধ্যক্ষ নির্বাচনে তাদের জয় জয়কার। পঞ্চায়েত সমিতির অর্থ বরাদ্দ থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কর্মাধ্যক্ষদের প্রভূত ক্ষমতা আছে। সভাপতি ও কর্মাধ্যক্ষ ভিন দলের হওয়ায় উন্নয়ন যাতে ব্যাহত না হয় তার জন্য দু’দলই সতর্ক। ওই পঞ্চায়েত সভাপতি সিপিএমের আনিকুল ইসলাম বলেন, “আশা করি কর্মাধ্যক্ষদের সঙ্গে কাজ করতে কোনও সমস্যা হবে না।” কংগ্রেসের ব্লক সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাস বলেন, “একক দল হিসেবে ওই পঞ্চায়েত সমিতিতে আমরাই বেশি আসন পেয়েছিলাম। নির্দলদের নিয়ে বামেরা বোর্ড গড়েছে। স্থায়ী সমিতির নির্বাচনে আমরা জিতেছি। এতে জনগনের রায় প্রতিফলিত হয়েছে। উন্নয়নের প্রশ্নে বাম পরিচালিত পঞ্চায়েত সমিতিকে সমর্থন দেব।”

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বৈদ্যুতিক তার জড়ানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে বড়ঞা থানার করালীতলা সংলগ্ন একটি খেত থেকে দেহটি উদ্ধার করা হয়। মৃত কাশীনাথ বাগদি (৪৫) স্থানীয় ববরপুর এলাকার বাসিন্দা। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ধানখেতে কাজে গিয়েছিলেন ওই ব্যক্তি। তারপর আর বাড়ি ফেরেননি। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মৃতদেহের পাশ থেকে মদের ও কীটনাশকের বোতল পাওয়া গিয়েছে। মৃতের দেহে বিদ্যুতের তারও জড়ানো ছিল। অন্য দিকে, এ দিনই বড়ঞা থানার ভবানীনগরে বিদু্যৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ছকু শেখ (৫০) নামে এক চাষির।

আরএসপি নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত
তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগে আরএসপির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রামকৃষ্ণ বিশ্বাসকে বহিষ্কাররের সিদ্ধান্ত নিল জেলা কমিটি। দলীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছু দিন ধরেই রামকৃষ্ণবাবুর বিরুদ্ধে তৃণমূল ঘনিষ্ঠতার খবর আসছিল। সম্প্রতি তিনি তৃণমূলে যোগ দেওয়ার বিষয়েও উদ্যোগী হয়েছিলেন বলে অভিযোগ। শুক্রবার কৃষ্ণনগরে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বনাথবাবু বলেন, “ রামকৃষ্ণবাবুর বিরুদ্ধে তৃণমূল ঘনিষ্ঠতার যে অভিযোগ উঠছিল তা প্রমাণিত হয়ে গিয়েছে। তাঁর বহিষ্কারের সিদ্ধান্ত রাজ্য কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে।” একাধিকবার চেষ্টা করেও রামকৃষ্ণবাবুর সঙ্গে এদিন যোগাযোগ করা যায়নি।

খেত থেকে দেহ উদ্ধার
বৈদ্যুতিক তার জড়ানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে বড়ঞা থানার করালীতলা সংলগ্ন একটি খেত থেকে দেহটি উদ্ধার করা হয়। মৃত কাশীনাথ বাগদি (৪৫) স্থানীয় ববরপুর এলাকার বাসিন্দা। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ধানখেতে কাজে গিয়েছিলেন ওই ব্যক্তি। তারপর বাড়ি ফেরেননি। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মৃতদেহের পাশ থেকে মদের ও কীটনাশকের বোতল পাওয়া গিয়েছে। মৃতের দেহে বিদ্যুতের তারও জড়ানো ছিল। ওই ব্যক্তির মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ধর্ষণের আসামি ফের গ্রেফতার
মাস তিনেক আগে মুর্শিদাবাদের রানিতলায় ধর্ষণ করে খুন করা হয়েছিল নবম শ্রেণির এক ছাত্রীকে। হকদার শেখ-সহ চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু জামিন পেয়ে গ্রামে ফিরেই ওই ছাত্রীর বাবাকে হুমকি দিতে থাকে হকদার। অভিযোগ পেয়ে এ বার উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ক’দিন আগে উত্তরপ্রদেশ পালিয়ে গিয়েছিল ওই যুবক। বৃহস্পতিবার সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে।”

পুরনো খবর:

খুনে জড়াল নেতা
বন্ধ্যাকরণ করানোর অভিযোগে স্বামী-শ্বশুরের হাতে খুন হন আজমিনা খাতুন। ওই ঘটনায় প্রশ্রয় দেওয়ার অভিযোগে নাকাশিপাড়া এলাকার এক যুবককে গ্রেফতার করল পুলিশ। খলিল রহমান শেখ নামে যুবক শাসক দলের স্থানীয় নেতা। পুলিশ জানায়, খলিল ২০০৩ সালে বীরপুর-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছিলেন।

পুরনো খবর:

খুনে অভিযুক্ত অধরা
বহরমপুরের কাটাবাগান লাগোয়া পাঁচবেড়িয়ার গায়ত্রী সরকারের মৃতদেহ ময়নাতদন্তের পরে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট না আসা পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও নির্দিষ্ট ধারায় মামলা করতে পারছে না পুলিশ। বহরমপুর থানার আইসি মোহায়মেনুল হক বলেন, “ঘটনার তদন্ত চলছে। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে মূল অভিযুক্ত বাপী সরকার এখনও পর্যন্ত পলাতক।”

ধৃত স্বামী-শ্বশুর
এক মহিলাকে খুনের চেষ্টার অভিযোগে স্বামী-শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সোমনাথ ধোষ ও তাঁ বাবা বাবলু ঘোষ কৃষ্ণনগরের কালীনগরের বাসিন্দা। শুক্রবার মহিলা থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে। ন’ মাস আগে মুরুটিয়ার মানিকডিহির বাসিন্দা রেখাদেবীর সঙ্গে বিয়ে হয় সোমনাথবাবুর। বিয়ের পর থেকেই পণের জন্য অত্যাচার করা হয় রেখাদেবীর উপর বলে অভিযোগ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.